TRENDING:

SEBI: মিউচুয়াল ফান্ডের গুরুত্বপূর্ণ নিয়মে বদল আনল সেবি, বিনিয়োগকারীদের যা জানতেই হবে!

Last Updated:

SEBI: সোজা কথায়, এখন থেকে স্টক মার্কেটের মতো মিউচুয়াল ফান্ডও ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের আওতায় আসবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ড ইউনিটের ক্রয় বিক্রয়কে ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের আওতায় আনতে নিয়মে বড়সড় বদল আনল স্টক মার্কেট নিয়ন্ত্রক সংস্থা সেবি। সোজা কথায়, এখন থেকে স্টক মার্কেটের মতো মিউচুয়াল ফান্ডও ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের আওতায় আসবে। যদি কোনও কর্মচারি বা কর্তা এমনটা করে তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ইনসাইডার ট্রেডিং কাকে বলে: যখন কোনও কোম্পানির নির্বাহী বা এর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি তাঁর (কোম্পানির) অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে শেয়ার ক্রয় বা বিক্রি করে বিপুল মুনাফা করেন, তখন তাকে ইনসাইডার ট্রেডিং বলে।

একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরা যাক 'ক' একটি নির্মাণ কোম্পানি। সরকারের কাছ থেকে খুব বড় কোনও প্রকল্প পেতে তিনি সরকারের সঙ্গে আলোচনা করছেন। সরকার এই প্রকল্প কোম্পানিকে দিতে রাজি। এই তথ্য কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছে রয়েছে। তাঁরা জানেন এই খবর প্রকাশ্যে এলেই তাঁদের কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাবে।

advertisement

আরও পড়ুন: বীরভূমে এসে 'নবান্ন' খেলেন সুকান্ত মজুমদার, সঙ্গে ভুরিভোজ! কী ছিল তালিকায়?

এবার এই আগাম খবর জানার সুবিধা নিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি বা অন্য কারও অ্যাকাউন্টে কোম্পানির শেয়ার কিনে রেখে দেয়। তারপর সেই খবর ছড়িয়ে দেয় বাজারে। কোম্পানির শেয়ার দর বাড়তে শুরু করে। তখন তারা শেয়ার বিক্রি করে লাভবান হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ইনসাইডার ট্রেডিং।

advertisement

নতুন নিয়মে কী বলা হল: এখনও পর্যন্ত এই নিয়ম পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এখন এটি মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলিতে প্রয়োগ করা হবে। সেবি বৃহস্পতিবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে, 'কোনও অভ্যন্তরীণ ব্যক্তির কাছে যদি কোনও সংবেদনশীল তথ্য থাকে, যা একটি স্কিমের নেট সম্পদ মূল্যের উপর প্রভাব ফেলতে পারে তাহলে তিনি মিউচুয়াল ফান্ডের একটি স্কিমের ইউনিটে লেনদেন করতে পারবেন না’।

advertisement

আরও পড়ুন: ইএমআই ভাল না এক লপ্তে ক্যাশ পেমেন্ট? কেনার আগে এই কথাগুলো না জানলে ঠকতে হবে!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কেন নতুন নিয়ম আনা হল: ফ্যাঙ্কলিন টেম্পলটন মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সেবি। এই মামলায় ফান্ড হাউজের কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন খবরের ভিত্তিতে ঋণ প্রকল্পে তাঁদের হোল্ডিং রিডিম করার অভিযোগ রয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SEBI: মিউচুয়াল ফান্ডের গুরুত্বপূর্ণ নিয়মে বদল আনল সেবি, বিনিয়োগকারীদের যা জানতেই হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল