ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ৯,১০ ও ১১ অক্টোবর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে ৷ এই পরিষেবাগুলির মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে সময় সময়ে আপগ্রেড করতে থাকে সিস্টেম ৷
advertisement
এই সময় করতে পারবেন না লেনদেন
এসবিআই ট্যুইট করে জানিয়েছে, ৯ অক্টোবর রাত ১২:২০ থেকে ২:২০ পর্যন্ত এই পরিষেবাগুলি বন্দ থাকবে ৷ ১০ ও ১১ অক্টোবর রাত ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ৷ ব্যাঙ্ক তাদের UPI প্ল্যাটফর্ম আপগ্রেড করতে চলেছে ৷ এই সময় গ্রাহকদের ইউপিআই ট্রানজাকশন বন্ধ থাকবে ৷ অর্থাৎ গ্রাহকরা এই সময় কোনওরকমের লেনদেন করতে পারবেন না ৷
এর আগেও বন্ধ ছিল পরিষেবা
প্রসঙ্গত, এটা প্রথমবার নয় ৷ এর আগেও সিস্টেম আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ বর্তমানে স্টেট ব্যাঙ্কের Yono অ্যাপে প্রায় ৩.৪৫ কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ৷ এই অ্যাপে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ লগইন হয়ে থাকে ৷ ডিসেম্বর ২০২০ ত্রৈমাসিকে এসবিআই ১৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট Yono অ্যাপের মাধ্যমে খুলেছে ৷