এই স্কিমটি কী?
এখানে এসবিআই (এমওডিএস) স্কিমের কথা বলা হচ্ছে। এর পুরো নাম হল- SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম। এই স্কিমে বিনিয়োগকারী অন্যান্য এফডি-র মতোই সুদ পান। এই স্কিমের সুবিধা হল- এখানে বিনিয়োগকারীর টাকা সব সময় লিক্যুইড থাকে। অর্থাৎ বিনিয়োগকারী এফডি-র মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় টাকা তুলতে পারবেন। কিন্তু তাতেও তাঁকে শাস্তির মুখে পড়তে হবে না।
advertisement
আরও পড়ুন: নিজের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা করতে পারবেন?
এটিএম থেকে টাকা তোলার সুবিধা:
বিনিয়োগকারী এটিএম বা চেকের মাধ্যমে তুলতে পারবেন এই টাকা। আসলে এই এফডি স্কিমটি গ্রাহকের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রাখা হয়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এটিএমের সাহায্যে যে কোনও সময় এফডি থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তোলার সুবিধা পেয়ে যান।
সম্পূর্ণ পরিমাণ টাকা তোলার প্রয়োজন নেই:
সাধারণত যখন বিনিয়োগকারী একটি এফডি ভাঙেন, তখন তিনি সম্পূর্ণ পরিমাণ টাকা তুলে নেন। কিন্তু SBI (MODS)-এর ক্ষেত্রে এটি করার প্রয়োজন হয় না। বিনিয়োগকারী নিজের প্রয়োজন অনুযায়ী ১,০০০ টাকার গুণিতকে অর্থাৎ ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা করে টাকা তুলতে পারবেন। টাকা তোলার পরে অবশিষ্ট টাকার উপর এফডি-তে সুদ আসতে থাকবে।
SBI (MODS)-এর সুদের হার:
SBI (MODS)-এ আপনি এক বছর থেকে ৫ বছর পর্যন্ত সময়ের জন্য টাকা জমা করতে পারবেন। সুদের হার বছরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণ এফডির মতো এক্ষেত্রেও প্রবীণ নাগরিকরা ০.৫০% অতিরিক্ত সুদ পান। এই স্কিমে নমিনির সুবিধাও পাওয়া যায়।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় বড় সুখবর ! অনেকটাই কমল সোনার দাম
জরুরি তথ্য:
বিনিয়োগকারী প্রয়োজনে এই অ্যাকাউন্টটি অন্য শাখায় স্থানান্তর করতে পারেন। MOD অ্যাকাউন্টে অটো-স্যুইপ ফেসিলিটিও পাওয়া যায়। আসলে এক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করতে হয়। এর ফলে বিনিয়োগকারীর ডিপোজিটের পরিমাণ সেই সীমার উপরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অটো-স্যুইপের মাধ্যমে সেই অতিরিক্ত টাকা এফডি-তে জমা করে দেয়।