TRENDING:

নেই কোনও লক-ইন পিরিয়ড, SBI-এর এই FD হয়ে উঠতে পারে বিনিয়োগের দারুণ বিকল্প 

Last Updated:

এখানে এসবিআই (এমওডিএস) স্কিমের কথা বলা হচ্ছে। এর পুরো নাম হল- SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনিয়োগকারীদের জন্য এসবিআই এমন একটি এফডি স্কিম তৈরি করেছে, যেখানে লক-ইন পিরিয়ডের কোনও ঝামেলা নেই। বিনিয়োগকারী যত দিন চাইবেন, তত দিন এতে টাকা জমা রাখতে পারেন। আর সেই এফডি-তে সুদ পেতে পারেন। তবে এক্ষেত্রে প্রয়োজনে বিনিয়োগকারী এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। এমনিতে সাধারণ ভাবে যখন বিনিয়োগকারী এফডি-তে বিনিয়োগ করেন, তখন তাঁকে মেয়াদপূর্তি পর্যন্ত টাকা জমা রাখতেই হয়। মাঝে যদি তা ভেঙে ফেলা হয়, তাহলে জরিমানা গুনতে হয়। তাই এসবিআই-এর এই বিশেষ এফডি সম্পর্কে জেনে নেওয়া যাক।
News18
News18
advertisement

এই স্কিমটি কী?

এখানে এসবিআই (এমওডিএস) স্কিমের কথা বলা হচ্ছে। এর পুরো নাম হল- SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম। এই স্কিমে বিনিয়োগকারী অন্যান্য এফডি-র মতোই সুদ পান। এই স্কিমের সুবিধা হল- এখানে বিনিয়োগকারীর টাকা সব সময় লিক্যুইড থাকে। অর্থাৎ বিনিয়োগকারী এফডি-র মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় টাকা তুলতে পারবেন। কিন্তু তাতেও তাঁকে শাস্তির মুখে পড়তে হবে না।

advertisement

আরও পড়ুন: নিজের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা করতে পারবেন?

এটিএম থেকে টাকা তোলার সুবিধা:

বিনিয়োগকারী এটিএম বা চেকের মাধ্যমে তুলতে পারবেন এই টাকা। আসলে এই এফডি স্কিমটি গ্রাহকের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রাখা হয়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এটিএমের সাহায্যে যে কোনও সময় এফডি থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তোলার সুবিধা পেয়ে যান।

advertisement

সম্পূর্ণ পরিমাণ টাকা তোলার প্রয়োজন নেই:

সাধারণত যখন বিনিয়োগকারী একটি এফডি ভাঙেন, তখন তিনি সম্পূর্ণ পরিমাণ টাকা তুলে নেন। কিন্তু SBI (MODS)-এর ক্ষেত্রে এটি করার প্রয়োজন হয় না। বিনিয়োগকারী নিজের প্রয়োজন অনুযায়ী ১,০০০ টাকার গুণিতকে অর্থাৎ ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা করে টাকা তুলতে পারবেন। টাকা তোলার পরে অবশিষ্ট টাকার উপর এফডি-তে সুদ আসতে থাকবে।

advertisement

SBI (MODS)-এর সুদের হার:

SBI (MODS)-এ আপনি এক বছর থেকে ৫ বছর পর্যন্ত সময়ের জন্য টাকা জমা করতে পারবেন। সুদের হার বছরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণ এফডির মতো এক্ষেত্রেও প্রবীণ নাগরিকরা ০.৫০% অতিরিক্ত সুদ পান। এই স্কিমে নমিনির সুবিধাও পাওয়া যায়।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় বড় সুখবর ! অনেকটাই কমল সোনার দাম

advertisement

জরুরি তথ্য:

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিনিয়োগকারী প্রয়োজনে এই অ্যাকাউন্টটি অন্য শাখায় স্থানান্তর করতে পারেন। MOD অ্যাকাউন্টে অটো-স্যুইপ ফেসিলিটিও পাওয়া যায়। আসলে এক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করতে হয়। এর ফলে বিনিয়োগকারীর ডিপোজিটের পরিমাণ সেই সীমার উপরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অটো-স্যুইপের মাধ্যমে সেই অতিরিক্ত টাকা এফডি-তে জমা করে দেয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নেই কোনও লক-ইন পিরিয়ড, SBI-এর এই FD হয়ে উঠতে পারে বিনিয়োগের দারুণ বিকল্প 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল