Gold Price Drop: অক্ষয় তৃতীয়ায় বড় সুখবর ! অনেকটাই কমল সোনার দাম

Last Updated:
Gold Price Drop: শুভ অক্ষয় তৃতীয়ার দিনে সোনার দাম অনেকটাই কমে গিয়েছে, যা ক্রেতাদের জন্য এক বিশাল স্বস্তির খবর।
1/6
অক্ষয় তৃতীয়ায় এল বড় সুখবর ৷ বুধবার ২০ এপ্রিল সস্তা হল সোনা ৷ সাধারণত এদিন অনেকেই সোনা কেনা শুভ মনে করেন ৷ স্বাভাবিক ভাবেই সোনার দামের উপর নজর রয়েছে সকলের ৷ গত কয়েকদিনে যে ভাবে সোনার দাম বৃদ্ধি হয়েছে তাতে সকলেই বেশ চিন্তায় ছিলেন ৷ তবে সকলকে স্বস্তি দিয়ে এদিন অনেকটাই কমল সোনার দাম ৷
অক্ষয় তৃতীয়ায় এল বড় সুখবর ৷ বুধবার ২০ এপ্রিল সস্তা হল সোনা ৷ সাধারণত এদিন অনেকেই সোনা কেনা শুভ মনে করেন ৷ স্বাভাবিক ভাবেই সোনার দামের উপর নজর রয়েছে সকলের ৷ গত কয়েকদিনে যে ভাবে সোনার দাম বৃদ্ধি হয়েছে তাতে সকলেই বেশ চিন্তায় ছিলেন ৷ তবে সকলকে স্বস্তি দিয়ে এদিন অনেকটাই কমল সোনার দাম ৷
advertisement
2/6
মার্কেট বিশেষজ্ঞরা আগে জানিয়েছিলেন যে চলতি বছরের শেষে ১ লাখ টাকা হয়ে যেতে পারে সোনার দাম ৷ তবে বছর শেষ অবধি আর অপেক্ষা করতে হয়নি ৷ গত কয়েক সপ্তাহে প্রায় ১ লাখ ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল সোনার দাম ৷ অন্যদিকে রুপোর দামও কেজিতে প্রায় ১ লাখের কাছে চলে গিয়েছে ৷
মার্কেট বিশেষজ্ঞরা আগে জানিয়েছিলেন যে চলতি বছরের শেষে ১ লাখ টাকা হয়ে যেতে পারে সোনার দাম ৷ তবে বছর শেষ অবধি আর অপেক্ষা করতে হয়নি ৷ গত কয়েক সপ্তাহে প্রায় ১ লাখ ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল সোনার দাম ৷ অন্যদিকে রুপোর দামও কেজিতে প্রায় ১ লাখের কাছে চলে গিয়েছে ৷
advertisement
3/6
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে! সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
4/6
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার।
advertisement
5/6
বুধবার ৩০ এপ্রিল কমল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯০৭৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৪৫০টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৮০৩৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বুধবার ৩০ এপ্রিল কমল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯০৭৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৪৫০টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৮০৩৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement