TRENDING:

কীভাবে আপনার টাকা সুরক্ষিত রাখবেন ? টিপস দিল স্টেট ব্যাঙ্ক

Last Updated:

এটিএম ফ্রড থেকে বাঁচতে কী করতে হবে সেই পরামর্শই দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা ৷ আর তাই ৪৪ কোটির বেশি গ্রাহকদের তাদের টাকা সুরক্ষিত রাখার টিপস দিল দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ট্যুইটে এসবিআই-এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ এটিএম ফ্রড থেকে বাঁচতে কী করতে হবে সেই পরামর্শই দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ এসবিআই এর তরফে দেওয়া সহজ ও স্মার্ট টিপস ব্যবহার করে নিজেদের টাকা সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহকরা ৷
advertisement

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে ৷ আর তার মধ্যেই অনলাইন ফ্রডের মামলা দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ গ্রাহকদের এই বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ৷

টাকা সুরক্ষিত রাখতে মেনে চলুন এই নিয়ম-

১) ট্যুইটে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ATM/POS মেশিনে পিন নম্বর এন্টার করার সময় অবশ্যই Keypad ঢেকে নেবেন ৷

advertisement

২) এটিএম পিন মনে রাখুন ৷ ভুলেও কার্ডের পিছনে বা অন্য কোথাও লিখে রাখবেন না ৷

৩) কারোর জন্মদিনের উপর পিন নম্বর রাখবেন না ৷

৪) এসএমএস নোটিফিকেশনের জন্য বিকল্প সিলেক্ট করুন এবং ব্যবহারের পর এটিএম রিসিপ্ট ছিঁড়ে ফেলুন ৷

৫) এটিএম মেশিন ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে অপরাধীরা কোনও লুকনো ক্যামেরা সেখানে লাগিয়ে রেখেছি কিনা ৷

advertisement

৬) এসবিআই মিসড কল ব্যাঙ্কিংয়ের বিকল্প সিলেক্ট করুন ৷

৭) ওটিপি, ডেবিট কার্ডের পিন নম্বর ভুলেও কাউকে জানাবেন না ৷

৮) কোনও এসএমএস, ইমেল বা কলের জবাব দেবেন না যেখানে আপনার পিন বা অন্য গোপন তথ্য জানতে চাওয়া হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

৯) একই সময় একজেনর বেশি ব্যক্তি এটিএম কিয়োস্কে প্রবেশ করার অনুমতি নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কীভাবে আপনার টাকা সুরক্ষিত রাখবেন ? টিপস দিল স্টেট ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল