আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঋণ পাওয়ার জন্য কী করতে হবে....
SBI FD Rates-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর- বিভিন্ন ম্যাচিউরিটির এফডি-র সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের ৷ সম্প্রতি ২ বছরের বেশি সময়ের এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক ৷
আরও পড়ুন: বিরাট দাম বাড়ল সোনা-রুপোর, দেখে নিন গত এক সপ্তাহে বাজারের অবস্থা
advertisement
স্টেট ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের এফডি-তে সুদের হার ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২০ শতাংশ করে দিয়েছে ৷ ২-৫ বছরের এফডি-তে ১৫ বেসিস পয়েন্টস বাড়িয়ে ৫.৪৫ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ৫ থেকে ১০ বছরের এফডি-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে ৫.৫০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের সংশোধিত সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে লাগু করা হয়েছে ৷
আরও পড়ুন: মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Activa 125
Post Office Time Deposit Account
একই ভাবে পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর ও ৫ বছর সময়ের টাইম ডিপোজিট করাতে পারবেন ৷ ব্যাঙ্কের এফডি-র মতো এখানেও গ্যারেন্টিড রিটার্ন পেয়ে যাবেন গ্রাহকরা ৷
1 বছর – 5.50 শতাংশ
2 বছর – 5.50 শতাংশ
3 বছর – 5.50 শতাংশ
5 বছর – 6.70 শতাংশ