TRENDING:

ভুলে এই লিঙ্কে ক্লিক করবেন না, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সতর্ক করল SBI

Last Updated:

সম্প্রতি ফ্রি গিফ্টের নাম করে গ্রাহকদের নিজেদের ফাঁদে ফেলছে প্রতারকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৪৪ কোটি গ্রাহকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল স্টেট ব্যাঙ্ক ৷ সম্প্রতি ফ্রি গিফ্টের নাম করে গ্রাহকদের নিজেদের ফাঁদে ফেলছে প্রতারকরা ৷ এই বিষয়ে ব্যাঙ্কের পক্ষে সতর্ক করা হল গ্রাহকদের ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, প্রতারকরা ফ্রি গিফ্টের নামে একটি লিঙ্ক পাঠাচ্ছে গ্রাহকদের এবং তাতে ক্লিক করতে বলা হচ্ছে ৷ লিঙ্কে ক্লিক করলেই প্রতারকরা আপনার সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে, যা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে বা অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ৷
advertisement

স্টেট ব্যাঙ্কের ট্যুইটে কী বলা হয়েছে ?

ট্যুইটে স্টেট ব্যাঙ্কের তরফে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের কাছেও এরকম লিঙ্ক এসেছে কী ? যদি ইনবক্সে এরকম কোনও লিঙ্ক থাকে ভুলেও তাতে ক্লিক করবেন না ৷ এই ফিশিং লিঙ্কে ক্লিক করলেই আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে ৷ অজানা বা অচেনা কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷

advertisement

গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক

  • আপনার জন্মদিন, ডেবিট কার্ড নম্বর, ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি ও পাসওয়ার্ড, ডেবিট কার্ড পিন,সিভিভি ও ওটিপি নম্বর ভুলেও কারোর সঙ্গে শেয়ার করবেন
  • এছাড়া এসবিআই, আরবিআই, সরকার, অফিস, পুলিশ ও কেয়াইসি অথোরিটির নামে ফোন এলে সাবধান হয়ে যাবেন
  • advertisement

  • অচেনা সোর্স থেকে ভুলেও কোনও অ্যাপ ডাউনলোড বা খুলবে না
  • অচেনা কেউ কোনও মেল বা লিঙ্ক পাঠালে ভুলেও ক্লিক করবেন না
  • ফেক অফার্স ও মেসেজ এখন সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ৷ সব সময় সতর্ক থাকবেন ৷ একটা ভুলে খোয়াতে পারেন আপনার সমস্ত টাকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এছাড়া স্টেট ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে কোনও রকমের ব্যাঙ্কিং লেনদেন করার সময় পাবলিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার না করতে ৷ পাবলিক ইন্টারনেট থেকে লিক হয়ে যেতে পারে আপনার তথ্য ৷ লকডাউনের পর থেকে যেমন ডিজিটাল লেনদেন বেড়েছে তেমনই বেড়েছে অনলাইন ফ্রডের ঘটনা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভুলে এই লিঙ্কে ক্লিক করবেন না, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সতর্ক করল SBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল