আরও পড়ুন: Dhanteras 2021- এই ধনতেরসে আরও বাড়বে সোনার চাহিদা ?
পিপিএফ-এর সুবিধা-
পিপিএফ স্কিমে (PPF) আপনার ইনভেস্টমেন্টের উপর সুরক্ষা গ্যারেন্টি রয়েছে ৷ স্কিমের উপরে পাওয়া সুদের উপরে কোনও আয়কর দিতে হয় না ৷ এই স্কিমে নমিনির সুবিধা রয়েছে ৷ পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট ১৫ বছরের জন্য খোলা হয়ে থাকে, তবে পরে ৫-৫ বছরের জন্য সেটি বাড়ানো যেতে পারে ৷ বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: আরও দামী পেট্রোল ও ডিজেল, আজ কত বাড়ল দাম দেখে নিন এক ক্লিকে
মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
পিপিএফ অ্যাকাউন্ট (PPF) খোলার জন্য কেবল ৫০০ টাকা লাগবে ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হবে এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে ৷ সরকার সময় সময়ে এই অ্যাকাউন্টের সুদের হার বদল করে থাকে ৷
আরও পড়ুন: PM Kisan: অ্যাকাউন্টে আসতে চলেছে ৪০০০ টাকা, শীঘ্রই জমা করুন এই ডকুমেন্ট
কীভাবে মিলবে ৩২ লক্ষ টাকা -
এই স্কিমে আপনি কেবল ২০০ টাকা রোজ বাঁচিয়ে ইনভেস্ট করলে মাসে ৬০০০ টাকা হয়৷ এই ভাবে বছরে ইনভেস্টমেন্ট ৭২,০০০ টাকা হয় ৷ ১৫ বছর ইনভেস্ট করলে মোট হয় ১০,৮০,০০০ টাকা ৷ পিপিএফে ৭.১ শতাংশ বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে সুদ মিলবে ৷ একই রেটে ২০ বছর সুদ মিললে ইনভেস্টমেন্টে মোট রিটার্ন হবে ১৪.৪০ লক্ষ টাকা ৷ মোট ইনভেস্টমেন্টে ১৭.৫৫ লক্ষ টাকা সুদ মিলবে ৷ সহজ ভাষায় ২০ বছরে আপনার মোট ৩২ লক্ষ টাকার ফান্ড তৈরি হয় যাবে ৷