আরও পড়ুন: চলতি মাসেই বাজারে আসছে Realme GT Neo , জেনে নিন বিস্তারিত
অতিমারির সময় থেকে আর্থিক ভাবে ক্রমশ ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজের আর্থিক হাল ফেরাতে এ বার উদ্যোগী হলেন বিমান সংস্থার চেয়ারম্যান মুরারিলাল জালান। সেই লক্ষ্যে চলতি বছরেই জেট এয়ারওয়েজের CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে বিমান ব্যবসায় দক্ষ আধিকারিক সঞ্জীব কাপুরকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জেট এয়ার ওয়েজ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, সঞ্জীব কাপুর বিমান ব্যবসায় অতি দক্ষ। তাঁর হাত ধরেই সংস্থার আর্থিক হাল ফিরবে বলে ১০০ শতাংশ আশাবাদী জেট এয়ার ওয়েজ বিমান সংস্থা কর্তৃপক্ষ। এর আগে অবশ্য বিপুলা গুনাতিলেকাকে জেট এয়ারওয়েজের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদে নিযুক্ত করেছিলেন কর্তৃপক্ষ।
advertisement
সঞ্জীব কাপুরের হাত ধরে আগামীতে জেট এয়ারওয়েজের আর্থিক খরা কাটিয়ে ওঠা যাবে বলেই মত দিয়েছেন সংস্থার চিফ ফাইনান্সিয়াল আধিকারিক গুনাতিলেকা। প্রসঙ্গত উল্লেখ্য সঞ্জীব কাপুর এর আগে ভিস্তারা এবং স্পাইস জেট সংস্থার আধিকারিক হিসাবে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে সঞ্জীব কাপুর ওবেরয় হোটেল গ্রুপের সভাপতি হিসাবে তাঁর কর্মকাণ্ড চালাচ্ছেন। এমনকী ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ভিস্তারার প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন। ওই সময় তাঁর হাত ধরেই বিমান ব্যবসায় বিপুল লাভের মুখ দেখে ছিল স্পাইস জেট।