TRENDING:

আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা

Last Updated:

ভারতের দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এবং বাংলাদেশ দুটি ব্যাঙ্কের মাধ্যমে প্রাথমিক ভাবে রুপিতে ব্যবসা করা যাবে। ইতিমধ্যে টাটা কোম্পানি একটি LC (letter of currency) পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ : পেট্রাপোল বন্দর সূত্রে খবর বাংলাদেশে ডলার কমে যাওয়ার ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। কমে গিয়েছিল আমদানি-রফতানি। বিকল্প হিসাবে রুপিতে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের কথা চলছিল। সেখানে সবুজ  সংকেত মিলেছে। প্রশাসন সূত্রে খবর, রুপিতে বানিজ্যের নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে।
আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা
আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা
advertisement

ভারতের দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এবং বাংলাদেশ দুটি ব্যাঙ্কের মাধ্যমে প্রাথমিক ভাবে রুপিতে ব্যবসা করা যাবে। ইতিমধ্যে টাটা কোম্পানি একটি LC (letter of currency) পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে।

আরও পড়ুন –  Crime News: রাতের অন্ধকার গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, তারপর যা যা হল

advertisement

পেট্রাপোল কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল কুমার সিংহ বলেন, আর বি আই এবং বাংলাদেশের পক্ষ থেকে রুপি এবং টাকায় ব্যবসার একটি চুক্তি হয়েছে। খুব দ্রুত পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে। ফলে বিদেশি টাকা যেমন সঞ্চয় হবে তেমনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও ভাল হবে। ব্যবসাও বাড়বে। ভারত এবং বাংলাদেশ সরকারের লাভ হবে। ব্যবসায়িক লাভ হবে ।

advertisement

আরও পড়ুন –  Hooghly News: গঙ্গার জলের তলায় ডুবে রয়েছে লক্ষ লক্ষ টাকা, তুলে আনাই পেশা এই মানুষদের

রুপিতে ব্যবসা শুরু হলে আমদানি-রফতানিতে সুবিধা হবে বলে জানিয়েছেন আমদানি রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা৷ তাঁরা বলেন, ডলার ব্যবসা করায় ঝুঁকি থাকে। ডালারের দাম উঠা নামার উপরে লাভ নির্ভর করে৷ অনেক সময় ক্ষতি মুখেও পড়তে হয়। কিন্তু রুপিতে সেই ঝুঁকি থাকবে না। নিজেদের টাকায় ব্যবসা হলে ভারত বাংলাদের মধ্যে ব্যবসা আরও বাড়বে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Aniruddha Kirtaniya

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল