২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার দাম পড়েছে প্রায় ২৫ শতাংশ। বাদল অধিবেশনের শুরুতেই একটি প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সংসদেও উল্লেখ করে বলেছেন, আন্তর্জাতিক ঘটনা, যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি টাকার দাম পড়ার পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের
চলতি অর্থবর্ষে বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে টাকা তুলে নেওয়ার ঘটনাও এই উদ্বেগের অন্যতম কারণ। চলতি অর্থবর্ষে মোট ২৬.১৮ বিলিয়ন বিনিয়োগ ফিরে গিয়েছে ভারতবর্ষ থেকে। মে মাসে ট্রেট ডেফিসিড বা বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলারে। রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবারে নতুন করে টাকার দাম পতনের অর্থ, টানা সাতদিন এই টাকার দাম পড়েছে আন্তর্জাতিক বাজাকে। সংবাদ সংস্থা সোমবারই জানায়, বাজার চলাকালীন এক বার ডলার পিছু টাকার দাম আশি ছুঁয়েছিল, কিন্তু দ্রুত সেই অবস্থা থেকে হাল ফেরে। কিন্তু মঙ্গলবার আর শেষ রক্ষা হয়নি। করোনা পরবর্তী সময় থেকে বিশ্বজোড়া অর্থনীতি নানা সময়েই সঙ্কটের মুখ দেখেছে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এশিয়ার দেশগুলিতে। ইতিমধ্যে শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের ভয়াল চেহারা দেখেছে বিশ্ব। পাকিস্তানেও অর্থনৈতিক সঙ্কটের নানা দিক দেখা যাচ্ছে। কেবল মাত্র ভারত, যে খানে ততটা সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়নি।