TRENDING:

আবার রেকর্ড পতন টাকার! ১ ডলারের দাম ছাড়াল ৭০.৮০ টাকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আরও একবার কমল টাকার পতন । চলতি মাসে ধারাবাহিকভাবেই কমেছে টাকার দাম, আজ ৩০ অগস্ট ফের রেকর্ড পতন হল টাকার ।
advertisement

এদিন টাকার রেকর্ড পতনের পর মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম গিয়ে ঠেকেছে ৭০.৮২ টাকায় । এই পতনের হার প্রায় ২৩ পয়সা । ডলারের চাহিদা আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে বিদেশী মুদ্রার নির্গমন । বাজার খোলার সময় টাকার দাম ৭০.৫৭ থাকলেও তা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৭০.৮২তে ।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ালে নেওয়া হবে আইনি পদক্ষেপ, কড়া বার্তা দিল কেন্দ্র

advertisement

আন্তর্জাতিক বাজারে অপোরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ফলে আমদানি ক্ষেত্রে খরচের তুলনায় সেই হারে বিদেশী মুদ্রা আসেনি ভারতে। তার সঙ্গে মার্কিন ডলারের দাম বাড়ার ফলেও এই পতন জারি থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসের শেষ ভাগে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাবও পড়েছে টাকার দামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্থনীতি মন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন ভারতীয় বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যেও বিস্তর ফারাক থেকে যাচ্ছে যার জন্যও কমছে ভারতীয় টাকার দাম ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আবার রেকর্ড পতন টাকার! ১ ডলারের দাম ছাড়াল ৭০.৮০ টাকা