এখন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিলে অনেক সুবিধা হবে। তিনি বলেছেন যে ২০০০ টাকার মোট ১.৮ লাখ কোটির নোট সিস্টেমে ফিরে এসেছে। আরবিআই জানিয়েছে, নিজের সুবিধা অনুযায়ী ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। জানা গিয়েছে, ২ হাজার নোটের প্রায় ৮৫ শতাংশ জমা হিসাবে এসেছে।
advertisement
আরবিআই গভর্নর বলছেন, ব্যাঙ্কে নোট জমার কারণে average liqvidity বাড়বে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে সম্ভবত ব্যাঙ্কগুলো সুদের হার কমাতে পারে।
আরও পড়ুন, অনুব্রত-সুকন্যার আর শান্তি নেই! এবার এমন জায়গায় পৌঁছল সিবিআই, চরম আতঙ্কে কেষ্ট
আরও পড়ুন, নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত
RBI ২০২২ সালের মে থেকে এখনও পর্যন্ত মোট ৭ বার সুদের হার ২.৫০% বাড়িয়েছে। এদিন নীতির ঘোষণার সময়, শক্তিকান্ত দাস বলেছিলেন যে ভারতীয় অর্থনীতি শক্তিশালী রয়েছে।