আরও পড়ুন: প্রতিদিন দোলনায় ঝুলে সংসার চালান এঁরা! জীবন বাজি রেখেই চলে কাজ
মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি। জকপুরে তাঁর একটি গোলাপের নার্সারি আছে। এখানকার গোলাপ গাছ দেশ-বিদেশে সরবরাহ হয়। তথাকথিত সামান্য কয়েকটি রঙের নয়, এখানে আছে একাধিক প্রজাতির গোলাপের গাছ। তবে মাটির পাশাপাশি গোলাপ চাষ হচ্ছে স্টোনচিপ, কাঠ কয়লার টুকরো এবং ধানের তুষের মধ্যে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অশোক কুমার মাইতি বিজ্ঞানসম্মত উপায়ে মাটি বাদ দিয়ে স্টোনচিপ এবং ধানের তুষে চাষ করেছেন হরেক রঙের গোলাপ গাছ। স্বাভাবিকভাবে জৈব সার, মাটি, সামান্য ওষুধ দিয়ে গোলাপ গাছ লাগানো হয়। বেশ কয়েকটি রং ও প্রজাতির গোলাপ গাছ পাওয়া যায় ভারতে। কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে ধানের তুষ এবং স্টোনচিপে, কয়লার অঙ্গারে গোলাপের চাষ এর আগে কোথাও দেখা যায়নি। এই বিকল্প পদ্ধতিতে গোলাপ চাষের ফলে পোকামাকড় বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ পচে যাওয়ার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। এতে গাছ যেমন ভাল থাকে তেমনই খরচও বেশ কম পড়ে। এছাড়াও কয়লার অঙ্গার পরবর্তীতে রাসায়নিকে ধুয়ে ফের ব্যবহার করা যায়। এইভাবে গোলাপ চাষ করে রোজগারও বেড়েছে নার্সারি মালিকের।
রঞ্জন চন্দ