এখন সাধারণত এটিএম থেকে টাকা তুলতে লাগে ডেবিট বা ক্রেডিট কার্ড। এতে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং-এর মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থাকে। অতীতে এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে ভুরি ভুরি। যেখানে একটি কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হয়। নতুন ব্যবস্থায় টাকা তোলার সময়ে কার্ড ব্যবহার করা হবে না বলে এই ধরনের জালিয়াতির সুযোগ কমবে।
advertisement
আরও পড়ুন - Liam Livingstnoe Six: ওরে বাবা কত্ত বড় ছক্কা! কী ব্যাট দিয়ে মারলে, লিয়াম লিভিংস্টোনের ভাইরাল ভিডিও
এ নিয়ে ইউপিআই ব্যবস্থার পরিচালন কর্তৃপক্ষ এনপিসিআই, সব ব্যাঙ্ক এবং এটিএম সংস্থাগুলির কাছে শীঘ্রই নিয়মাবলী পাঠাতে চলেছে বলে খবর। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই উদ্যোগের ফলে ডিজিটাল প্রতারণা ঠেকানো যাবে। তবে যেভাবে সাইবার প্রতারকরা আধুনিক প্রযুক্তিতে হাতিয়ার করে গ্রাহকদের প্রায় প্রতিদিনই শিকার করছে তাতে এই নয়া উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তার উত্তর দেবে সময়ই।
Venkateswar Lahiri