আরও পড়ুন: ১২০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, এবার বেঙ্গালুরুতে অবস্থিত কো-অপারেটিভ ব্যাঙ্ক Shushruti Souharda Sahakara Bank থেকে গ্রাহকরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের উপর লোন দেওয়া এবং টাকা জমা করার উপরেও আগামী নির্দেশ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
প্রায় ৬ মাসের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কের গ্রাহকদের বেশ অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে ৷ আরবিআই-এর তরফে জারি বয়ানে বলা হয়েছে ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না ৷ ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিধিনিষেধ-সহ ব্যাঙ্কিং পরিষেবা পরিচালনা করার অনুমতি দিয়েছে আরবিআই। বর্তমানে ছ’মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ATM-এ টাকা তুলতে আর লাগবে না কার্ড! বিরাট ঘোষণা RBI-এর
এর আগে ৫ এপ্রিল তিনটি কো-অপারেটিভ ব্যাঙ্ককে নিয়ম পালন না করার ক্রুটির জন্য জরিমানা করেছিল আরবিআই ৷ তবে এই ব্যাঙ্কগুলির উপরে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ এই তিনটি ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছিল ৷ এই তিনটি ব্যাঙ্কের মধ্যে দুটি মহারাষ্ট্রের এবং একটি পশ্চিমবঙ্গের ৷
আরও পড়ুন: ক্রিপ্টোর দুনিয়ায় নতুন? জেনে নিন এখানে বিনিয়োগ শুরু করবেন কীভাবে
যে ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছিল তার মধ্যে Yashwant Cooperative Bank Limited, মুম্বইয়ের Kokan Mercantile Co-operative Bank Ltd এবং কলকাতার The Samata Cooperative Development Bank সামিল ছিল ৷