TRENDING:

Reliance | NexWafe: সোলার প্যানেল তৈরির ব্যবসার পথে আরও এক ধাপ, জার্মানির নেক্সওয়েফে ২.৯ কোটি ডলার বিনিয়োগ রিলায়েন্সের

Last Updated:

Reliance New Energy Solar to invest $29 million in Germany's NexWafe: জার্মানির সোলার প্যানেল উৎপাদনকারী সংস্থা নেক্সওয়েফ মঙ্গলবার জানিয়েছে, রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড ২.৯ কোটি ডলার বিনিয়োগ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জার্মানির (Germany) সোলার প্যানেল (Solar Panels) তৈরির সংস্থা নেক্সওয়েফ (NexWafe)-এ প্রায় ২.৯ কোটি ডলার বিনিয়োগ করেছে রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (Reliance New Energy Solar Limited)। জার্মানির ওই সংস্থাটি সোলার প্যানেল ও সিলিকন ওয়েফার (Silicon Wafers) তৈরি করে।
Representative Image
Representative Image
advertisement

মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি হল- রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড। নেক্সওয়েফের প্রডাক্ট এবং প্রযুক্তির উন্নতির জন্য রিলায়েন্স এই বিনিয়োগ করছে। ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (India Strategic Partnership Agreement)-এর অধীনে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও জার্মানির নেক্সওয়েফ যৌথ ভাবে নানা ধরনের প্রকল্পে কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, টেকনোলজির উন্নতি ও কমার্শিয়ালাইজেসন এবং হাই এফিসিয়েন্সি মোনোক্রিস্টালাইন গ্রিন সোলার ওয়েফার (High Efficiency Mono-crystalline Green Solar Wafers) তৈরি করা।

advertisement

রিলায়েন্সের তরফে জার্মানির নেক্সওয়েফের সাথে এই চুক্তির অন্যতম কারণ হল- সোলার প্যানেল ও সিলিকন ওয়েফার তৈরির ব্যবসায় নিজেদের জমি মজবুত করা। এর মাধ্যমে ভারতে নেক্সওয়েফের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশাল মাত্রায় সোলার প্যানেল ও সিলিকন ওয়েফার তৈরি করা সম্ভব হবে। জার্মানির এই সংস্থাটির মাধ্যমে রিলায়েন্স সোলার প্যানেল তৈরির ব্যবসায় অগ্রগতি ঘটাতে চায়। এর ফলে ভারতে অন্যান্য দেশের তৈরি সোলার প্যানেলের আধিপত্য কিছুটা হলেও কমবে। ভারতে এখন একচেটিয়া ভাবে এই ব্যবসায় চিন সাম্রাজ্য বিস্তার করে রেখেছে। কিন্তু রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড এবং নেক্সওয়েফের এই চুক্তি অনেক হিসাবই বদলে দিতে পারে।

advertisement

আরও পড়ুন- ৭৭১ মিলিয়ন ডলারের চুক্তি, সৌরশক্তি উৎপাদনে চিনের শক্তি এখন রিলায়েন্সের হাতে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, ‘‘আমরা আমাদের সকল ব্যবসার ক্ষেত্রে সব সময় উন্নত প্রযুক্তি এবং নতুন নতুন প্রযুক্তির ওপরেই বেশি জোর দিয়ে থাকি। জার্মানির নেক্সওয়েফের সঙ্গে চুক্তি এটাই আরও এক বার প্রমাণ করে দিল। এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আগামী দিনে ভারতকে অর্থনৈতিক দিক থেকেও অনেকটা সাহায্য করবে। এর মাধ্যমে ভবিষ্যতে ভারত গ্লোবাল লিডারে পরিণত হবে। ফোটোভল্টেইক (Photovoltaic) প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আলট্রা থিন সিলিকন ওয়েফার তৈরি করা হবে। এর মাধ্যমে সোলার এনার্জির ব্যবহার বাড়ানো সম্ভব হবে। যা প্রত্যেকটি ভারতবাসীকে সাহায্য করবে এবং অন্যান্য দেশগুলোও সোলার এনার্জির ক্ষমতা ও উপকারিতা সম্পর্কে নিশ্চিত হবে। ভারতকে ফোটোভল্টেইক টেকনোলজির মাধ্যমে সোলার প্যানেল এবং সিলিকন ওয়েফার উৎপাদনে গ্লোবাল লিডার রুপে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।’’

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance | NexWafe: সোলার প্যানেল তৈরির ব্যবসার পথে আরও এক ধাপ, জার্মানির নেক্সওয়েফে ২.৯ কোটি ডলার বিনিয়োগ রিলায়েন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল