গত একবছর সম্পূর্ণ বিনামূল্যে কল এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর জিও বাজারে এনেছে তাদের প্রাইম প্যাক ৷ সেখানে গ্রাহকদের ৯৯ টাকা দিয়ে সিম প্রাইম-এ আপগ্রেড করার পর মাসিক ৩০৩ টাকা রিচার্জের বিনিময় ফ্রি ডেটা ও কল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও ৷ প্রাইমে আপগ্রেড করার শেষ তারিখ গত ৩১ মার্চ থাকলেও সেই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থা ৷ পাশাপাশি ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পে ১৫ এপ্রিলের মধ্যে ৯৯ টাকায় নথিভুক্তির পাশাপাশি প্রথম রিচার্জে ৩০৩ বা তার বেশি টাকা দিলেই আরও তিন মাস নিখরচায় পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করে জিও ৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় যে ট্রাইয়ের পরামর্শ মেনেই এই অফার প্রত্যাহার করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ অবশ্য ইতিমধ্যেই যে-সব জিও-প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের আশ্বস্ত করে সংস্থা জানিয়েছে, শুধু তাঁরাই নন, যাঁরা এই পরিষেবা বন্ধ হওয়ার আগে তা নেবেন, সকলেই সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।
advertisement
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)