বিনিয়োগকারীরা এখন তাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম এবং রিটেল বিভাগে কিছু সিদ্ধান্তের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এর আগে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ইঙ্গিত দিয়েছিলেন যে, এই বৈঠকেই জিও এবং রিটেলের আইপিও-র বিষয়ে তিনি বিনিয়োগকারীদের জানাবেন।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ বৈঠক (এজিএম)-এ কী কী ঘোষণা হতে পারে?
advertisement
ইন্ডেক্স হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৬-তম বার্ষিক সাধারণ বৈঠক (এজিএম)-এ আগামী সপ্তাহের বাজারের প্রবণতা নির্ধারণ করবে। যার কারণে বিনিয়োগকারীদের কাছে এখন পাখির চোখ হয়ে উঠেছে এই বৈঠক। দিন কয়েক আগেই জিও ফিনান্সিয়াল সার্ভিসের লিস্টিং হয়েছে এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (আরআরভিএল)-এর অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি।
আরও পড়ুনঃ এক মুঠো মুড়ি ঝাঁঝরা করে দিচ্ছে শরীর! কী থেকে ঘটছে? শুনলে মাথা ঘুরে যাবে
আবার গত কয়েক বছরে দেখা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম-এ সংস্থার নতুন বিভাগগুলি আরও পরিণত হয়েছে। যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। যেমন অয়েল-টু-কেমিক্যালস (ওটুসি) সেগমেন্ট থেকেই সংস্থার সবথেকে বড় রাজস্ব আসে।
গত বছরের এজিএম-এ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশে জিও ৫জি পরিষেবা সরবরাহ করা হবে। আবার তার আগের বছর গ্রিন এনার্জিতে প্রবেশের সিদ্ধান্ত ঘোষণা করেছিল সংস্থা।
আরও পড়ুনঃ নিয়ম করে মাত্র ৭ দিন! হুহু করে ওজন কমাবেই মৌরি জল! শুধু জানুন বানানো আর খাওয়ার পদ্ধতি
প্রত্যাশা – আইপিও টাইমলাইন:
রিলায়েন্সের টেলিকম এবং রিটেল বিভাগের কয়েকটি সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগের এজিএম-এ শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তরে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ইঙ্গিত দিয়ে জানান যে, পরবর্তী এজিএম-এ জিও এবং রিটেল আইপিও-র বিষয়ে বিনিয়োগকারীদের আপডেট দেওয়া হবে। ইতিমধ্যেই জিও প্ল্যাটফর্মের বড় বড় বিনিয়োগকারী রয়েছে। এর মধ্যে অন্যতম হল গুগল, জেনারেল আটলান্টিক, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এবং মেটা প্ল্যাটফর্মস। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সে বিনিয়োগকারী হিসেবে রয়েছে রয়েছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি, কেকেআর, সিলভার লেক পার্টনার্স, সৌদি আরব এবং সিঙ্গাপুরের সভেরিন ওয়েলথ ফান্ড।