আরএফ-এর (RF) ফাউন্ডার-চেয়ারপার্সন (Founder-Chairperson) নীতা আম্বানি ( Nita M. Ambani) বলেছেন, “আমরা যতটা সম্ভব দ্রুততার সঙ্গে ভারতীয়দের টাকা দেব, আমরা এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই খারাপ সময়ে একটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছি, আশা করছি আমরা আবার ভালো সময় ফিরে পাবো ৷’’
advertisement
বিগত দিনে রিলায়েন্স ফাউন্ডেশনকে বহু উদ্যোগ নিতে দেখা গিয়েছে। অক্সিজেন সরবরাহ, করোনা টেস্ট, মাস্ক বিলি, বিনামূল্যে খাবার দান, ২০০০-এর বেশি কোভিড বেড বিতরণ-সহ নানা ধরনের সচেতনতা মূলক প্রচারে আংশ নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। এছাড়াও মিশন ভ্যাকসিন (Mission Vaccine Suraksha) প্রকল্পের অধীনে রিলায়েন্স গ্রুপের কর্মচারী ও তাঁদের পরিবারের মানুষদের করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যা ৯৮ শতাংশ কর্মচারী ও তাঁদের পরিবারকে কভার করেছে। সামনের মাসগুলিতে রিলায়েন্সের উদ্যোগে দুঃস্থ মানুষদের টিকা প্রদান করা হবে। যার সাহায্যে করোনার তৃতীয় ঢেউ থেকে অনেকটা পরিমাণে সামলে ওঠা যাবে। মুম্বইয়ের ক্ষেত্রে গত দুবারে করোনা ঢেউ মারাত্মক হারে দেখা গিয়েছিল। যার কারণ হসেবে বস্তিগুলিকে দায় করেছিলেন গবেষকরা। তবে এবারে তেমনটা হবে না বলে আশা করা হচ্ছে।