আরও পড়ুন: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার হাজির মোদি!
আজ অর্থাত্ ১১ অগাস্ট থেকে DIGITAL INDIA SALE শুরু করল রিলায়েন্স ডিজিটাল, ভারতের এক নম্বর ইলেক্ট্রনিক্স রিটেলার৷ এই সেল চলবে ১৫ অগাস্ট পর্যন্ত৷ নামী ব্র্যান্ডের মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন-- কী নেই! ডিসকাউন্ট তো পাচ্ছেনই, কোনও ডাউন পেমেন্টও লাগবে না৷ একেবারে ক্লিক করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মনপসন্দ সামগ্রী৷ রিলায়েন্স ডিজিটালের সুবিধা হল, নামী ব্যাঙ্কগুলির সঙ্গে টাই-আপ রয়েছে রিলায়েন্স ডিজিটালের৷ আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক ও কোটাক ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কিনলে, ডিসকাউন্টের উপরে পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশ ব্যাক৷
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে এবার ব্রডব্যান্ড পরিষেবা, ১৫ অগস্ট থেকে আসছে জিও-র JioGigaFiber
সারা ভারতে ৮০০টি শহরে রিলায়েন্স ডিজিটাল ও My Jio স্টোরে এই অফার মিলবে৷ যেমন, মাত্র ১০ হাজার ৯৯০ টাকায় HD LED TV৷ অল ইন ওয়ান প্রিন্টার ও সাউন্ডবার-সহ ল্যাপটপ, রেফ্রিজারেটরের দাম শুরু হচ্ছে ১১ হাজার ৪৯০ টাকা থেকে৷ লোভনীয় অফার রয়েছে মোবাইল ও অ্যাকসেসরিজেও৷
শুধু অফার দিয়েই কাজ সারছে না রিলায়েন্স ডিজিটাল৷ বাড়তি পরিষেবায় থাকছে, সেরা কাস্টমার সার্ভিস ও রিয়েল টাইম এক্সপেরিয়েন্স৷ যেমন ফ্রি ইন্সস্টলেশন, সিমলেশ ডেলিভারি৷ ২০০-র বেশি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের ৪ হাজারের বেশি প্রডাক্ট পাবেন রিলায়েন্স ডিজিটালে৷ এলইডি টিভি, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি সব৷ তাই এই ৫ দিনে ঘর সাজিয়ে ফেলতে চাইলে রিলায়েন্স ডিজিটালে আপনাকে স্বাগত৷ আর কোয়ালিটি নিয়ে ভাববার কিছু নেই৷ রিলায়েন্স নামটাই যথেষ্ট৷