১ বছরে এই প্রথম এই বিপুল সংখ্যায় গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বায়ু দূষণ কমানোর জন্যই মূলত পরিবহন বিভাগের এই সিদ্ধান্ত। রিপোর্ট অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ৫৩,৩৮,০৪৫টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২২ সালে ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৫০,২৫,৪৪৭ গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মাত্র ৯৬ টাকা করে দিয়ে বাড়ি নিয়ে আসুন Royal Enfield Bullet 350
আরও পড়ুন: অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেরি না করে এখুনি কল করুন এই নম্বরে
সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল করা হয়েছে গাড়ির রেজিস্ট্রেশন:
২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে ১০ বছরের পুরনো ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল গাড়ির উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়। যে সকল গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ১৫ বছরের পুরনো প্রায় ৪৬ লক্ষ পেট্রোল গাড়ি। এ-ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ১০ বছরের পুরনো ৪ লক্ষ ১৫ হাজার ৩৬২ ডিজেল গাড়ি এবং ১ লক্ষ ৪৬ হাজার ৮৮১ পেট্রোল ও সিএনজি গাড়ি।
দিল্লিতে গাড়ির সংখ্যা:
চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে প্রায় ১.৩৪ কোটি রেজিস্টার্ড গাড়ি ছিল। এর মধ্যে ৭৮ লক্ষেরও বেশি গাড়িকে পরিবহণ বিভাগ সক্রিয় গাড়ি হিসেবে চিহ্নিত করেছে। অ্যাক্টিভ বা সক্রিয় গাড়ি হল সেই সকল গাড়ি, যার বৈধ কাগজপত্র রয়েছে। পরিবহণ বিভাগের একটি রিপোর্ট অনুযায়ী, এই সকল গাড়ি এখনও তাদের গোটা লাইফ সাইকেল সম্পূর্ণ করেনি। এর ফলে দিল্লির রাস্তায় এই গাড়িগুলো চলার জন্য এখনও একদম ফিট রয়েছে।
দিল্লির বাতাসে বাড়ছে দূষণের মাত্রা:
প্রতি বছর ঠিক এই সময়টায় দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। এর কারণ হল ফসলের আগাছা জ্বালানো এবং দীপাবলিতে বাজি পোড়ানো। গত মঙ্গলবার থেকেই রাজধানীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) অনেকটাই বেড়ে গিয়েছে। একটানা ৩ দিন দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে যাওয়ার ফলে আগামী ৬ দিনে এর কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দিল্লিতে ২৪ ঘণ্টার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিকেল চারটের সময় ছিল ২৪১। এই সূচক গাজিয়াবাদে ২৫৪, ফরিদাবাদে ২৫৮ এবং গ্রেটার নয়ডাতে ২১৬ ছিল। এ-ছাড়াও গুরুগ্রামে এই সূচক ছিল ২৫৮ এবং নয়ডাতে ছিল ২৪২।