ভবিষ্যতে আরও হার বৃদ্ধি হওয়ায় অনুমান:
রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহেও রেপো রেট আরও ০.৪০ শতাংশ বাড়াতে পারে আরবিআই। এছাড়া অগাস্টের পর্যালোচনাতেও রেপো রেট আরও ০.৩৫ শতাংশ বাড়ানো হতে পারে। যদি এমনটা না-হয়, তাহলে আরবিআই আগামী সপ্তাহেই ০.৫০ শতাংশ এবং অগাস্ট মাসে ০.২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত পারে। সম্প্রতি RBI গভর্নর শক্তিকান্ত দাসের বক্তব্য, মুদ্রাস্ফীতি ৬ শতাংশের সন্তোষজনক স্তরের আওতায় নিয়ে আসার চাপের কথা মাথায় রেখে নীতিগত হারে আরও বৃদ্ধি সেরকম কোনও বড় ব্যাপার নয়।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে ৫ শতাংশ বাড়তে পারে DA
খাদ্য অথবা জ্বালানীর মুদ্রাস্ফীতির উপর হার বৃদ্ধির প্রভাব:
শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই হার বৃদ্ধি খাদ্য বা জ্বালানি মুদ্রাস্ফীতি কমাতে সেরকম কার্যকর হবে না। তবে সামান্য মুদ্রাস্ফীতিকে আরও বৃদ্ধি পাওয়ার হাত থেকে রক্ষা করতে এটি সহায়ক হতে পারে। মুদ্রাস্ফীতির বৃদ্ধি বিপজ্জনক হতে পারে। নতুন অর্থবর্ষের সূচনা আরও ভীতিদায়ক হতে পারে। তাই অনুমান করা হচ্ছে, চলতি অর্থবর্ষে আরও ১ শতাংশ হার বাড়তে পারে।
আগামী সপ্তাহে যদি আরবিআই রেপো রেট বৃদ্ধি করে, তাহলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে। কারণ এই বৃদ্ধির ফলে আবার বাড়তে পারে ইএমআই (EMI)। এমনকী হোম লোনের ইএমআই (EMI)-ও আগামী মাস থেকেই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।