সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি ব্যাঙ্কের উপর জরিমানা ঘোষণা করেছে। এর মধ্যে একটি পুণের রাজগুরুনগর কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং অন্যটি হল গুজরাতের রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্ক। পুণের রাজগুরুনগর কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৪ লক্ষ টাকা এবং রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাজগুরুনগর কো-অপারেটিভ ব্যাঙ্ককে সুদের হার এবং আমানত সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য দিকে, রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্ককে সচেতনতা প্রকল্পের সঙ্গে সম্পর্কিত নিয়মাবলী উপেক্ষা করার জন্য দণ্ডিত করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
জানা গিয়েছে, রাজগুরুনগর কো-অপারেটিভ ব্যাঙ্ক মৃত অ্যাকাউন্টধারীদের চলতি অ্যাকাউন্টে থাকা টাকা প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেয়নি। আরবিআই ব্যাঙ্ককে নোটিশ জারি করে জিজ্ঞাসা করেছিল যে, কেন তাদের উপর জরিমানা করা হবে না তার কারণ দেখতে। বলাই বাহুল্য, ব্যাঙ্কের লিখিত উত্তরে সন্তুষ্ট ছিল না আরবিআই। তাই নির্দেশিকা লঙ্ঘনের জন্য জরিমানা ধার্য করা হয়েছে রাজগুরুনগর কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর।
আরও পড়ুন: দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হব
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে যে, এই জরিমানা আরবিআই-এর ক্ষমতার অধীনে ধার্য করা হয়েছে। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ -এর ধারা ৫৬, ধারা ৪৬ (৪) এবং ধারা ৪৭ এ (১) (সি) এর জন্য ব্যাঙ্কটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও আরবিআই জানিয়েছে যে এই জরিমানা ব্যাঙ্কের লেনদেন বা গ্রাহকদের প্রভাবিত করবে না।
আরও পড়ুন: ২.৬২ কোটি কৃষকরা পেলেন না ১২তম কিস্তির টাকা, কিন্ত কেন ? এবার তাহলে কী করতে হবে
আরবিআই জানিয়েছে যে রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক নথি পরীক্ষার সময় দেখা গিয়েছে যে ব্যাঙ্কটি ১০ বছরেরও বেশি সময় ধরে আমানতকারীদের শিক্ষা ও সচেতনতা তহবিলে রাখা কোনও অর্থ স্থানান্তর করেনি। এটাও ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯ -এর লঙ্ঘন। কেন জরিমানা করা হবে না তা জানতে চেয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। ব্যাঙ্কের কাছ থেকে লিখিত এবং মৌখিক উত্তর পাওয়ার পরে, আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনটি সমবায় ব্যাঙ্ককে জরিমানা করেছিল। সেপ্টেম্বরে, নিয়ম লঙ্ঘনের জন্য ড. আম্বেদকর নাগরিক সহকারী ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক এবং রবি কমার্সিয়াল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করেছিল। তিনটি ব্যাঙ্ককে যথাক্রমে ১.৫ লক্ষ টাকা, ২৫ হাজার টাকা এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।