TRENDING:

2000 Currency Notes: ২০০০-এর নোট নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন RBI গভর্নর! নোট বদল নিয়ে কী বললেন?

Last Updated:

গত শনিবার রিজার্ভ ব্যাঙ্ক জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: ২০০০ টাকার নোট বাতিল হচ্ছে না। শুধুমাত্র বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে এ দিন এমনই জানালেন করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
advertisement

একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, অযথা আতঙ্কিত হয়ে ২০০০ টাকার নোট বদলানোর জন্য ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই৷ রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, এ ভাবে বাজার থেকে নির্দিষ্ট একটি সিরিজ বা মূ্ল্যের পুরনো নোট প্রত্যাহার করে নেওয়া নতুন কিছু নয়৷ ফলে অযথা এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ার কিছুই নেই৷

advertisement

আরও পড়ুন: নিজের কাছে থাকা ২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন, কতদিন সময়? জানুন নিয়ম

তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে কোনও বদল হচ্ছে না৷ পরিস্থিতি বিচার করে এই সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন শক্তিকান্ত দাস৷

advertisement

গত শনিবার রিজার্ভ ব্যাঙ্ক জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে৷ আগামিকাল, ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ৷ তবে একবারে ২০ হাজার টাকার বেশি বদল করা যাবে না৷

এর পরেই ২০০০ টাকার নোট নিয়ে আমজনতার মনে বিভ্রান্তি তৈরি হয়৷ সেই বিভ্রান্তি কাটাতেই এ দিন সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে বিবৃতি দেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি দাবি করেছেন, এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত সংখ্যায় ২০০০-এর কম মূল্যের নোট রয়েছে৷ ফলে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিলে কোনও সমস্যা যেমন হবে না, ব্যাঙ্কে গিয়ে এই নোট বদল করতেও সাধারণ মানুষের ভোগান্তি হবে না৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 Currency Notes: ২০০০-এর নোট নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন RBI গভর্নর! নোট বদল নিয়ে কী বললেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল