TRENDING:

Home loan RBI data: হোম লোন বাবদ গ্রাহকদের থেকে কত টাকা পাওনা ব্যাঙ্কগুলির, হিসাব দিল রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated:

Home loan RBI data: অনেকটাই বাড়ল গ্রাহকদের থেকে গৃহঋণ বাবদ ব্যাঙ্কগুলির বকেয়ার পরিমাণ। ব্যাঙ্ক তথা ঋণপ্রদানকারী সংস্থাগুলির অন্যতম প্রধান আয়ের রাস্তা হল গৃহঋণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গ্রাহকদের থেকে গৃহঋণ বাবদ ২৭ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনেকটাই বাড়ল গ্রাহকদের থেকে গৃহঋণ বাবদ ব্যাঙ্কগুলির বকেয়ার পরিমাণ। ব্যাঙ্ক তথা ঋণপ্রদানকারী সংস্থাগুলির অন্যতম প্রধান আয়ের রাস্তা হল গৃহঋণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গ্রাহকদের থেকে গৃহঋণ বাবদ ২৭ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। গত দুই বছরে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্যাঙ্কগুলির বাজারে পড়ে থাকা অর্থের পরিমাণ ২৭ লক্ষ ২২ হাজার ৭২০ কোটি টাকা। ২০২৩ সালে মার্চ পর্যন্ত গৃহঋণ বাবদ এই বকেয়ার পরিমাণ ছিল ১৯,৮৮,৫৩২ কোটি টাকা। এ ছাড়াও ২০২২ সালের মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী গৃহঋণবাবদ ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে পেত ১৭ লক্ষ ২৬ হাজার ৬৯৭ কোটি টাকা। অর্থাৎ গত দুই বছরে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই তথ্য দেখে বিশেষজ্ঞদের মত, বাড়ি কেনার চাহিদা যে অনেকটা বেড়েছে তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

গৃহঋণ বাবদ বকেয়ার পরিমাণ বিপুল পরিমাণ বৃদ্ধি নিয়ে ব্যাঙ্ক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সবনবিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোভিদের পরে গত দুই বছরে বাড়ি কেনার চাহিদা যে বৃদ্ধি পেয়েছে তা এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি প্রপইকুইটি সংস্থার সিইও এবং এমডি সমীর জসুজা জানান, হোম লোনের বকেয়া এতটা বাড়ার কারণ হল গত দু’বছরে প্রচুর পরিমাণ বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, যার ফলে বিক্রিও বেড়েছে।

advertisement

শুধু তাই নয়, ঋণের বকেয়ার পরিমাণ এই বিপুল পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ সম্পত্তির দাম বৃদ্ধি। বাড়ি বা বিল্ডিং বানানোর জন্য খরচ বেড়েছে, বেড়েছে ফ্ল্যাটের দামও।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Home loan RBI data: হোম লোন বাবদ গ্রাহকদের থেকে কত টাকা পাওনা ব্যাঙ্কগুলির, হিসাব দিল রিজার্ভ ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল