৩১ মার্চ রমজান। বেশিরভাগ রাজ্যেই ছুটি। বন্ধ থাকে ব্যাঙ্কও। শুধু হিমাচল প্রদেশ এবং মিজোরামে খোলা থাকে। কিন্তু ওই দিন অর্থবর্ষের শেষ দিন হওয়ায় সমস্ত সরকারি রাজস্ব, লেনদেন এবং অন্যান্য আর্থিক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে চায় সরকার। যাতে নতুন অর্থবর্ষের শুরুতে কোনও সমস্যা না হয়।
আরও পড়ুন: আরও অনেকটাই বেড়ে গেল সোনার দাম, দেখে নিন ১ ভরি কিনতে কত খরচ হবে
advertisement
আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চ ব্যাঙ্কে আয়কর, জিএসটি, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি সহ সরকারি কর প্রদানের কাজ চালু থাকবে। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অবসরভোগীদের পেনশন ও ভর্তুকি দেওয়া হবে। সরকারি প্রকল্প ও ভর্তুকি সংক্রান্ত অন্যান্য লেনদেনও স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: শেয়ার বাজারে ভরাডুবি, এখন কি SIP বন্ধ করে দেওয়া উচিত? সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলো মাথায় রাখুন
পরের দিন অর্থাৎ ১ এপ্রিল, মঙ্গলবার অ্যানুয়াল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বেশিরভাগ রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশ ছাড়া। এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে। তবে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। কর জমা, ফান্ড ট্রান্সফার সহ অন্যান্য ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে লেনদেন করতে গিয়ে অসুবিধায় পড়তে না হয়।
আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে সরকারি রাজস্ব সংগ্রহে কোনও প্রভাব পড়বে না। কার্যক্রম চালু থাকবে। ব্যাঙ্কিং পরিষেবাও স্বাভাবিক থাকবে। অর্থবর্ষের শেষ দিনে জরুরি লেনদেন সময়মতো সম্পন্ন করতে কোনও সমস্যা হবে না। ব্যাঙ্কিং গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে তাঁরা ৩১ মার্চ ও ১ এপ্রিলের পরিবর্তন মাথায় রেখে আগেভাগেই তাঁদের ব্যাঙ্কিং কাজ পরিকল্পনা করুন, যাতে কোনো অসুবিধা না হয়। প্রসঙ্গত, গত অর্থবর্ষেও ৩১ মার্চ, ২০২৪ (রবিবার) সমস্ত ব্যাঙ্কের ছুটি বাতিল করা হয়েছিল। চালু ছিল কাজ।
প্রসঙ্গত, নতুন ৫০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। এতে নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সাক্ষর থাকবে। ২০২৪ সালের ডিসেম্বরে শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সঞ্জয়। আরবিআই জানিয়েছে, নতুন নোট বর্তমানে চালু মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ৫০ টাকার নোটের মতোই দেখতে হবে।