আরও পড়ুন: সোনায় বিনিয়োগের চেয়ে গোল্ড ETF বেশি লাভজনক? জানুন বিশেষজ্ঞদের মত...
এই কারনে বাতিল করা হয়েছে ব্যাঙ্কের লাইসেন্স -
কেন্দ্রীয় ব্যাঙ্ক বুধবার তাদের বয়ানে জানিয়েছে, কো-অপারেটিভ কমিশনার এবং কো-অপারেটিভ সোসাইটিজের রেজিস্ট্রার মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করার এবং ব্যাঙ্কের জন্য একজন লিকুইডেটর নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করার জন্য অনুরোধ জানিয়েছিল । বয়ানে আরও জানানো হয়েছে যে আরবিআই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছে কারন ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি এবং ভবিষ্যতে আয় করার সম্ভাবনা নেই ৷
advertisement
আরও পড়ুন: বিরাট খবর, বাড়ছে FD সুদের হার! কীভাবে বিনিয়োগে পাওয়া যাবে সবেচেয়ে বেশি রিটার্ন?
আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত অ্যাকাউন্ট হোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ৷ বর্তমানে ব্যাঙ্কের যা পরিস্থিতি তাতে ডিপোজিটারদের টাকা দেওয়ার সামর্থ্য নেই ব্যাঙ্কের ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এরপরেও এই ব্যাঙ্কের পরিষেবা জারি রাখলে এর প্রভাব পড়তে চলেছে পাবলিক ইন্টারেস্টের উপরে ৷ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করায় ব্যাঙ্ক এবার থেকে না টাকা জমা নিতে পারবে না পেমেন্ট করতে পারবে ৷ সমস্ত পরিষেবা ব্যান করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: সোনা থেকে শেয়ার! এই সম্পত্তিগুলি জমা রেখে পাওয়া যায় লোন? দেখে নিন তালিকা
কী হবে আপনার টাকার ?
আরবিআই-এর তরফে বলা হয়েছে লিকিইডেশনে প্রতি ডিপোজিটার DICGC অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লক্ষ টাকার মানিটরি সিলিংয়ে জমা সীমা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন ৷ RBI-এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফে জমা ডেটা অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ডিপোজিটার ডিআইসিজিসি থেকে নিজের ডিপোজিট থেকে পুরো টাকা পাওয়ার অধিকারী ৷