এবার তারাই দুর্গাপুজোর আগে জামা-কাপড়, সাজগোজের বিভিন্ন সামগ্রী, রকমারি খাবার, বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী সম্ভার নিয়ে হাজির হয়েছেন। রীতিমতো মেলার মাধ্যমে তারা এই সমস্ত জিনিস বিক্রি করছেন তারা। চারদিন ব্যাপী চলবে তাদের এই মেলা। রয়েছে ৫০-টি স্টল। উৎসাহী মানুষদের ভিড় থাকছে চোখে পড়ার মতো।
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ভূমিকন্যা পিয়ালী সরকার ও বৈশালী সরকার বলেন, করোনা কালে তাদের পথ চলা শুরু হয়েছিল। মেয়েদের স্বাবলম্বী করে তুলতে তারা অনলাইনে এই প্লাটফর্ম তৈরি করেছিলেন। গুটিকয়েক সদস্য নিয়ে তারা যাত্রা শুরু করেন আজ ১৮ হাজার সদস্য। এটা তাদের কাছে বিরাট বড় পাওনা। এইভাবে আগামী দিনেও তারা এগিয়ে যাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এই অনলাইন প্লাটফর্মের সেলাররা বলেন, এই প্লাটফর্ম যখন শুরু হয়েছিল সেই সময় থেকে তারা তাদের পথ চলা শুরু করেছিলেন। এতগুলো বছরে তারা বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এই প্লাটফর্ম তাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। পুজোর জমজমাট কেনাকাটির জন্য এখন অনেকেই ভিড় করছেন দুর্গাপুজো শপিং মেলায়। সারা বছর যারা এই গ্রুপের সদস্যদের কাছ থেকে কেনাকাটি করেন তারাই অফলাইনে পছন্দ করে সেই সমস্ত জিনিস কিনতে আছেন এখানে।
এছাড়াও এই সংস্থার উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে মানবতার দেওয়াল। যেখানে দুঃস্থ ও অসহায় মানুষেরা বিনামূল্যে জামা কাপড় নিয়ে যেতে পারবেন। আবার অনেকেই চাইলে এখানে জামাকাপড় দান করেও যেতে পারেন। পুজোর আগে এখন সকলের কাছেই চর্চিত হয়ে উঠেছে দুর্গাপুজো শপিং মেলা।