TRENDING:

Dragon Fruit: ফল নয়, এই গাছের চারা বিক্রি করেই মালামাল কলেজ পড়ুয়া! খুব সহজে চাষ করতে পারেন আপনিও

Last Updated:

ইউটিউব দেখে এই ড্রাগনের ফল চাষ করে ও তার চারা বিক্রি করে মালামাল এক কলেজ পড়ুয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ক্যাকটাস জাতীয় এই গাছ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামেও হচ্ছে চাষ। শুধু কৃষকরা নয় এখন স্কুল ও কলেজের পড়ুয়ারাও এই ফল চাষে ঝুঁকছেন । ইউটিউব দেখে এই ড্রাগনের ফল চাষ করে ও তার চারা বিক্রি করে মালামাল এক কলেজ পড়ুয়া।
advertisement

ড্রাগনের চারা বিক্রি করে বাণিজ্যিকভাবে ভাল লাভের মুখ দেখছেন কলেজ পড়ুয়া অসিত সিংহ। চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজিগছ এলাকার বাসিন্দা অসিত সিংহ বছর দুয়েক আগে ইউটিউব দেখে শখের বসে ড্রাগন চারা রোপণ করেন। ফলন ভাল পাওয়ায় বাড়িতে পড়ে থাকা ২ কাঠা জমিতে বাড়তি উদ্যোগ নিয়ে বড় আকারে ড্রাগন ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন:  ২৭ বছর বয়সেই ৯৮০০ কোটির মালিক! মাত্র ৩ মাসেই… চিনে নিন দেশের সর্বকনিষ্ঠ কোটিপতিকে

অসিত সিংহ জানান, ‘‘২ বছর আগে ইউটিউব দেখে ড্রাগন চাষের চিন্তাভাবনা করি। বর্তমানে ভালই ফল ধরছে।’’ আর সেই ফল পাড়াতে এবং লোকাল বাজারে বিক্রয় করে আয় ও হচ্ছে বেশ। ড্রাগন চাষ করে লাভবান হতে পারে চাষিরাও। বাজারে এখন প্রতি কেজি ড্রাগন ফল পাইকারি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকেই এখন তার কাছ থেকে ড্রাগনের চারা সংগ্রহ করে নিজেরাই চাষাবাদ শুরু করেছে।

advertisement

View More

অসিত বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী ইউটিউবে এসব দেখে আমি উদ্বুদ্ধ হই। ২ বছর আগে পরীক্ষামূলক ভাবে কিছু ড্রাগনের চারা লাগিয়ে চাষ শুরু করি। চারা রোপণের এক বছর পর গত বছর ফল বিক্রি করেছি ।

advertisement

এবছর প্রায় এক হাজার চারা ৫০-৭০ টাকা দরে বিক্রি করেছি । লাভের মুখ দেখায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করি। তিনি বলেন, এই সাফল্য দেখে চলতি বছর নিজের বাড়ির ছাদে প্রায় পাঁচ শো কলম চারা বেধেছি । আশা করছি এ বছর মোটা অঙ্কের মুনাফা হবে ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dragon Fruit: ফল নয়, এই গাছের চারা বিক্রি করেই মালামাল কলেজ পড়ুয়া! খুব সহজে চাষ করতে পারেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল