TRENDING:

আগামী মাসেই শুরু হতে পারে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ? LIC বেচতে পারে ৬০ শতাংশ অংশীদারিত্ব!

Last Updated:

ভারতীয় জীবন বিমা নিগম এবং সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৬০% অংশীদারিত্ব বিক্রি করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়া আগামী মাস থেকেই শুরু হতে পারে। সরকার এবং ভারতীয় জীবন বিমা নিগম (LIC) একসঙ্গে আইডিবিআই ব্যাঙ্কের ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় সামিল হতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় জীবন বিমা নিগম এবং সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৬০% অংশীদারিত্ব বিক্রি করতে পারে। আইডিবিআই ব্যাঙ্কে সরকার এবং এলআইসির প্রায় ৯৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
advertisement

সিএনবিসি টিভি ১৮-এর (CNBC TV 18) রিপোর্ট অনুযায়ী সরকার এবং ভারতীয় জীবন বিমা নিগম আইডিবিআই ব্যাঙ্কের ৬৫% অংশীদারিত্ব বিক্রয় করতে পারে। ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাঙ্কের ৪৫.৪৮% অংশীদারিত্ব ছিল। অন্য দিকে, ভারতীয় জীবন বিমা নিগমের কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৪৯.২৪% অংশীদারিত্ব ছিল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে আইডিবিআই ব্যাঙ্কের ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়ার প্রত্যেক ধাপে তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) সুরক্ষিত প্রক্রিয়ার দাবি জানাবে।

advertisement

আরও পড়ুন: চলতি মাসেই পেতে পারেন DA বৃদ্ধির সুখবর,দেখে নিন কীভাবে ক্যালকুলেট করা হয় DA/DR

বিলগ্নীকরণ -

আইডিবিআই ব্যাঙ্কের ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় কোনও বড় সমস্যা নেই। ১৫ বছরের অংশীদারিত্ব কম করার যোজনা পেশ করার জন্য প্রোমোটার হোল্ডিংয়ের ওপর কোনও সীমা নেই। কিন্তু ডিজইনভেস্টমেন্টের জন্য ২৬% বোটিং রাইটসের সীমা লাগু হবে। কেন্দ্রীয় সরকার ২০২১ সালের বাজেটে আইডিবিআই ব্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছিল। প্রথমে কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মে মাসে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নেওয়ার যোজনা তৈরি করেছিল। কিন্তু সেই যোজনা ঠিকমতো কার্যকর হয়নি।

advertisement

আরও পড়ুন: হাওয়াও দেয়, টাকাও দেয়! হ্যাভেলসের এই স্টক বিনিয়োগকারীদের ঝুলি ভরে দিয়েছে

কেন্দ্রীয় সরকার, সরকারি কোম্পানিতে ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়া তেজ গতিতে বাড়িয়েছে। ৮টি সরকারি কোম্পানির ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়া অর্থাৎ নিজস্বীকরণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। এই বৈঠক ৩ সপ্তাহ আগে হয়। সিএনবিসি আওয়াজ-এর একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার (RCF), ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড (NFL), এবং ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড (FACT) সহ ৮টি সরকারি ফার্টিলাইজার কোম্পানির ডিজইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই ৮টি সরকারি কোম্পানির বেসরকারিকরন হতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই এই কোম্পানিগুলোতে ডিজইনভেস্টমেন্ট করার অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিতে সরকারের ৭৫%, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড কোম্পানিতে সরকারের প্রায় ৭৪% এবং ফার্টিলাইজার অ্যান্ড কেমিকাল লিমিটেড সরকারের প্রায় ৯০% অংশীদারিত্ব রয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগামী মাসেই শুরু হতে পারে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ? LIC বেচতে পারে ৬০ শতাংশ অংশীদারিত্ব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল