চলতি মাসেই পেতে পারেন DA বৃদ্ধির সুখবর, দেখে নিন কীভাবে ক্যালকুলেট করা হয় DA/DR

Last Updated:
কীভাবে ক্যালকুলেট করবেন কত টাকা বাড়ানো হল ডিএ ৷ দেখে নিন এখানে...
1/5
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ৷ শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ৷ তবে DA/DR বৃদ্ধি কবে হবে ? এই বিষয়ে কোনওরকমের সরকারি ঘোষণা করা হয়নি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ৷ শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ৷ তবে DA/DR বৃদ্ধি কবে হবে ? এই বিষয়ে কোনওরকমের সরকারি ঘোষণা করা হয়নি ৷
advertisement
2/5
সাধারণত DA/DR বৃদ্ধির ঘোষণা মার্চ ও সেপ্টেম্বর মাসে হয়ে থাকে ৷ সেপ্টেম্বর চলছে এবং সামনেই উৎসবের মরশুম ৷ এই ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মহার্ঘ ভাতার জন্য ৷ অনুমান করা হচ্ছে চলতি মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে ৷
সাধারণত DA/DR বৃদ্ধির ঘোষণা মার্চ ও সেপ্টেম্বর মাসে হয়ে থাকে ৷ সেপ্টেম্বর চলছে এবং সামনেই উৎসবের মরশুম ৷ এই ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মহার্ঘ ভাতার জন্য ৷ অনুমান করা হচ্ছে চলতি মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে ৷
advertisement
3/5
কত টাকা বাড়বে ডিএ ?  অনুমান করা হচ্ছে ডিএ বৃদ্ধির দর বর্তমান রেট ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হতে পারে ৷ পেনশনভোগীদের জন্য ডিআর বৃদ্ধি এতটাই হবে বলে মনে করা হচ্ছে ৷
কত টাকা বাড়বে ডিএ ? অনুমান করা হচ্ছে ডিএ বৃদ্ধির দর বর্তমান রেট ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হতে পারে ৷ পেনশনভোগীদের জন্য ডিআর বৃদ্ধি এতটাই হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
4/5
কীভাবে ক্যালকুলেট করবেন কত টাকা বাড়ানো হল ডিএ  সরকার সাধারণত প্রত্যেক ৬ মাসে DA/DR বৃদ্ধি করে থাকে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ- [(গত ১২ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স (AICPI) এর গড় – 115.76)/115.76]×100.
কীভাবে ক্যালকুলেট করবেন কত টাকা বাড়ানো হল ডিএ সরকার সাধারণত প্রত্যেক ৬ মাসে DA/DR বৃদ্ধি করে থাকে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ- [(গত ১২ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স (AICPI) এর গড় – 115.76)/115.76]×100.
advertisement
5/5
DA-র উপরে দেওয়া হবে ট্যাক্স  ট্যাক্সের আওতার মধ্যে পরে ডিএ ৷ আইটিআর-এ এর অংশ আলাদা করে ভর্তি করতে হবে ৷ এর জন্য দুটি ক্যাটাগরি রয়েছে ৷
DA-র উপরে দেওয়া হবে ট্যাক্স ট্যাক্সের আওতার মধ্যে পরে ডিএ ৷ আইটিআর-এ এর অংশ আলাদা করে ভর্তি করতে হবে ৷ এর জন্য দুটি ক্যাটাগরি রয়েছে ৷
advertisement
advertisement
advertisement