সম্প্রতি ফুড ডেলিভারি সংস্থা একটি বিবৃতিতে বলেছে যে, একবার রেস্তোরাঁয় তাজা খাবার তৈরি করার পরে এটি পুনরায় ব্যবহারযোগ্য এবং টেম্পার-প্রুফ পাত্রে প্যাক করা হবে যাতে বিমান পরিবহনের সময় খাবারের গুণমান নষ্ট না হয়। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে অত্যাধুনিক মোবাইল রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা কোনও প্রিজারভেটিভ ছাড়াই খাবার সংরক্ষণে সাহায্য করে।
advertisement
কোম্পানি এক বিবৃতিতে বলেছে যে, তারা আগামী দিনে অন্যান্য শহরেও এই পরিষেবা দিতে শুরু করবে। ১০০টিরও বেশি বিমানবন্দর এবং সবচেয়ে কিংবদন্তী খাবারগুলো নিয়ে ইন্টারসিটি পাইলট পরিষেবার মাধ্যমে তারা এমন সাহসী পদক্ষেপ নিতে চলেছে। তবে লক্ষ্যণীয় যে গুরুগ্রামে এই সংস্থা মাত্র ১০ মিনিটে খাবার সরবরাহের পরিষেবা শুরু করেছিল। কিন্তু এখনও পর্যন্ত অন্য কোনও শহরে এই পরিষেবা চালু করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
গ্রসারি অ্যাপ ব্লিনকিট (Blinkit) অধিগ্রহণের পরে Zomato প্রতিদিনের রান্নার নানা উপকরণ ও অন্যান্য দ্রব্যেরও পরিষেবা প্রদান শুরু করেছে। দিল্লি-এনসিআর-এর বাসিন্দারাও আপার ফুড ডেলিভারি অ্যাপে গ্রসারি আইটেমের অর্ডার করতে সক্ষম হবেন। বর্তমানে এটিও একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে।
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস
প্রসঙ্গত, কোম্পানি অগাস্ট ২০২২-২৩ আর্থিক বছরের প্রথম দিকের নানা আর্থিক তথ্য প্রকাশ করেছিল। যদিও আগে এই প্রজেক্টে কোম্পানি প্রায় ৮০ কোটি টাকা লোকসান করেছিল, কিন্তু শেয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে কোম্পানি জানায় তারা ইস্যু মূল্যের প্রায় ২০ শতাংশ কমে লেনদেন করছে। মঙ্গলবারও কোম্পানির শেয়ার নিফটি-তে ২.১১ শতাংশ কমে ৫৭.৯৫ টাকায় শেষ হয়েছে।