আরও পড়ুন: রেস্তরাঁয় সার্ভিস চার্জ দেওয়া কি বাধ্যতামূলক? সরকারি নিয়ম জানলে খরচ বাঁচবে অনেক
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সালে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ৷ এই সময় বাজারে প্রায় ৩৩,৬৩০ লক্ষ নোট বাজারে ছিল যার মোট মূল্য ৬.৭২ কোটি টাকা ৷ এখন সেই সংখ্যা অনেকটা কমে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: এগিয়ে আসছে E-KYC করার শেষ দিন, বাড়ি থেকেই মিটিয়ে নিতে পারেন এই কাজ
২০০০ টাকার নোট কোথায় গেল ?
গত বছর কেন্দ্র সরকার লোকসভায় জানিয়েছিল ২০১৯-২০ সালে ২০০০ টাকার একটি নোটও ছাপা হয়নি ৷ এপ্রিল ২০১৯-এর পর কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০০ টাকার একটিও নোট ছাপেনি ৷ এই বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকরা কিছু জানাতে রাজি নয় ৷ তবে মনে করা হচ্ছে কালো টাকা রুখতে রিজার্ভ ব্যাঙ্ক ধীরে ধীরে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে ৷
নোট বাতিলের পর কত ২০০০ টাকার নোট বাজারে ছিল ?
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই সময় ৫০০ টাকার নোট ২০০০ টাকার নোটের জায়গা নিতে চলেছে ৷ সার্কুলেশন কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে ৫০০ টাকার ৷ এর পর অংশীদারিত্বর দিক থেকে রয়েছে ১০ টাকার নোট ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আর্থিক বছর ২০২০-২১ এর পর ২০০০ টাকার কোনও নোট ছাপা হয়নি ৷
আরও পড়ুন: বিয়ের মরশুমে চাহিদার পাশাপাশি বাড়ছে সোনার দাম, জেনে নিন আজকের লেটেস্ট রেট
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় অঙ্কের টাকার নোট ছাপার খরচা অনেক বেশি ৷ ফলে কম সংখ্যক ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে ৷ যে দ্রুত গতিতে বাজারে এসেছিল ২০০০ টাকার নোট সেই গতিতেই বাজার থেকে প্রায় উধাও এই গোলাপি নোট ৷