দাম বৃদ্ধি করা হলেও গাড়ির মধ্যে কোনও বদল করা হয়নি ৷ জিপ কম্পাসকে দেশের বাজারে দুটি ইঞ্জিনের অপশনের সঙ্গে পেশ করা হয়েছে ৷
আরও পড়ুন: PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে
৪X৪ ড্রাইভের সঙ্গে আসে এসইউভি
এই SUV- মডেলে 2.0 লিটারে মাল্টি জেট ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ ইঞ্জিন ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৯ স্পিড টার্ক কনভার্টর এটি-র সঙ্গে আসে ৷ এখানে ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনও রয়েছে যা 160 bhp ও 250 Nm পিক টার্ক দিয়ে থাকে ৷ ৬ স্পিড MT ও ৭ স্পিড DCT এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ কম্পাস 4X2 এবং 4X4 ড্রাইভট্রেনের সঙ্গে পাওয়া যাবে ৷
advertisement
আরও পড়ুন: মাত্র এক দিনেই ১০ হাজারেরও বেশি বুকিং হয়েছে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার!
জিপ লঞ্চ করেছে স্পেশ্যাল ডিভিশন
জিপ ইন্ডিয়া সম্প্রতি কম্পাস পঞ্চম অ্যানিভার্সারি স্পেশ্যাল ভেরিয়েন্ট লঞ্চ করেছিল ৷ স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশন স্পোর্টস এক্সক্লুসিভ ফিচার্সকে স্ট্যান্ডার্ড মডেল থেকে আলাদা দেখানোর জন্য ডিফারেন্ট উইলস ও গ্রিল অ্যাক্সেন্টে বদল করা হয়েছে ৷ এই এডিশনের বুকিং ইতিমধ্যেই ডিলারশিপ ও ওয়েবসাইটে শুরু করা হয়েছে ৷