ইনকাম ট্যাক্স বিষয়ে বিশেষজ্ঞ সিএ অতুল কর জানিয়েছেন যে, আয়কর বিভাগ এখন করদাতাদের নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন আপডেট করার সুবিধা দিচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে ইনকাম ট্যাক্স রিটার্ন-এর আপডেটের সুবিধা পেশ করেছিলেন। এর মাধ্যমে যে কোনও আর্থিক বর্ষে জমা করা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আগামী দু'বছরের মধ্যে আপডেট করার সুবিধা পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটেও ফাঁদ পাতছে প্রতারকরা! রইল তা থেকে বাঁচার উপায়
২০২১-২২ এর ইনকাম ট্যাক্স রিটার্ন হবে আপডেট -
করোনা মহামারীর সময় আয়কর রিটার্ন জমা করার জন্য করদাতাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় লকডাউনের জন্য আর্থিক পরিস্থিতি অনেক খারাপ ছিল। এর ফলে অনেক করদাতা নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্নে আয়ের সঠিক উৎসের উল্লেখ করেননি। সেই সকল করদাতা এখন নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপডেট করতে চাইলে তাঁদের কাছে ২০২২-২৩ সাল পর্যন্ত সময় রয়েছে। সেই সকল করদাতা ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন সংশোধন করতে পারবেন।
আরও পড়ুন: ৬দিনে টাকা ডবল! দেখে নিন কী করে সম্ভব হল
বেশি ট্যাক্স জমা দিতে হবে -
যে সকল করদাতা এই ব্যবস্থার সুবিধা নিতে চান, তাঁদের বেশি ট্যাক্স জমা দিতে হবে। আয়কর বিভাগ অনুযায়ী আপডেটেড রিটার্ন জমা করার জন্য করদাতাদের এক বছরের মধ্যে সেটি করতে হবে। এক্ষেত্রে করদাতারা যে পরিমাণ অতিরিক্ত আয়ের বিষয়ে জানাবেন, তার ২৫% ট্যাক্স হিসাবে জমা দিতে হবে। একই ভাবে এক বছর পরেও যদি সেই সুবিধার লাভ তোলা হয় তাহলে, অতিরিক্ত আমদানি হিসাবে ৫০% ইনকাম ট্যাক্স হিসেবে জমা দিতে হবে।
এখনও পর্যন্ত ১ লাখ লোক এর সুবিধা নিয়েছেন -
সরকার যেদিন থেকে আপডেটেড রিটার্নের সুবিধা শুরু করেছে, তখন থেকে এখনও পর্যন্ত প্রায় ১ লাখ করদাতা এর সুবিধা নিয়েছেন। কেউ যদি করোনার সময়ের আগের অর্থাৎ আর্থিক বর্ষ ২০১৯-২০ এর ইনকাম ট্যাক্স রিটার্ন আপডেট করতে চান, তাহলে তাঁকে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে সেটি করতে হবে। একটি আর্থিক বর্ষে করদাতারা একবারই নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপডেট করতে পারবেন। সিবিডিটি চেয়ারম্যান নীতিন গুপ্তা জানিয়েছেন যে, এই যোজনার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ২৮ কোটি টাকা ট্যাক্স কালেকশন হয়েছে।