TRENDING:

Investment Plan: PPF, SSY না FD ? ইনভেস্ট করার আগে দেখে নিন কোথায় কত দিনে ডবল হবে আপনার টাকা.....

Last Updated:

অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইনভেস্ট করার (Investment Plan)আগে সমস্ত স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ ৷ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, মিউচ্যুয়াল ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৷ ইনভেস্ট করার সময় প্রথম যে প্রশ্ন সকলের মাথায় আসে সেটা হল এই স্কিমে টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে ৷ অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি ৷ সেই হিসেবে দেখে নিন আপনার টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে ৷ আপনার পরিমাণ দ্বিগুণ করতে প্রয়োজনীয় বছরের সংখ্যা = 72 / রিটার্ন রেট ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/without-submitting-these-documents-pm-beneficiaries-will-not-get-4000-rupees-dc-671022.html

Bank FD: বর্তমানে ব্যাঙ্ক এফডি-তে প্রায় ৫.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ এই ফর্মুলার হিসেবে (72/5.5 = 13.09‌) আপনার টাকা ডবল হতে ১৩ বছরের বেশি সময় লাগবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/check-subh-muhurat-and-rahukaal-for-7th-october-in-panchang-tc-dc-670994.html

পাবলিক প্রভিডেন্ট ফান্ড: পিপিএফে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাচ্ছে ৷ (72/7.1 = 10.14) হিসেবে আপনার টাকা দ্বিগুণ হতে ১০ বছর সময় লাগবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৫ বছর হয়ে যাওয়ার পর সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টের বদলে লোন নিলে তাতে ১ শতাংশ কম সুদ দিতে হয় ৷ বছরে ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে আয়কর আইন 80C অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্সের আওতার বাইরে পড়ে ৷ একজন ব্যক্তির নামে কেবল একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টে বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/you-can-earn-upto-60-thousand-rupees-monthly-by-taking-sbi-atm-franchise-dc-670984.html

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুকন্যা সমৃদ্ধি যোজনা: এই যোজনায় সরকারের তরফে বর্তমানে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ (72/7.6 = 9.47) হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা দ্বিগুণ হতে ৯ বছরের একটু বেশি সময় লাগবে ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য সুকন্য সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana- SSY) সবচেয়ে ভাল অপশন ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই যোজনায় অ্যাকাউন্ট খুলে আপনার মেয়ের আগামী দিন আরও সুরক্ষিত করতে পারবেন ৷ বাবা বা মা মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যোজনায় ৷ অধিকতম দুটি মেয়ের নামে এই যোজনায় দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Plan: PPF, SSY না FD ? ইনভেস্ট করার আগে দেখে নিন কোথায় কত দিনে ডবল হবে আপনার টাকা.....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল