Bank FD: বর্তমানে ব্যাঙ্ক এফডি-তে প্রায় ৫.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ এই ফর্মুলার হিসেবে (72/5.5 = 13.09) আপনার টাকা ডবল হতে ১৩ বছরের বেশি সময় লাগবে ৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: পিপিএফে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাচ্ছে ৷ (72/7.1 = 10.14) হিসেবে আপনার টাকা দ্বিগুণ হতে ১০ বছর সময় লাগবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৫ বছর হয়ে যাওয়ার পর সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টের বদলে লোন নিলে তাতে ১ শতাংশ কম সুদ দিতে হয় ৷ বছরে ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে আয়কর আইন 80C অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্সের আওতার বাইরে পড়ে ৷ একজন ব্যক্তির নামে কেবল একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টে বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হবে ৷
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা: এই যোজনায় সরকারের তরফে বর্তমানে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ (72/7.6 = 9.47) হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা দ্বিগুণ হতে ৯ বছরের একটু বেশি সময় লাগবে ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য সুকন্য সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana- SSY) সবচেয়ে ভাল অপশন ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই যোজনায় অ্যাকাউন্ট খুলে আপনার মেয়ের আগামী দিন আরও সুরক্ষিত করতে পারবেন ৷ বাবা বা মা মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যোজনায় ৷ অধিকতম দুটি মেয়ের নামে এই যোজনায় দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷