TRENDING:

Post Office Schemes: শেয়ার বাজারের অস্থিরতায় উদ্বিগ্ন? বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিস স্মল সেভিংস স্কিমে! মিলবে উচ্চ হারে রিটার্নও!

Last Updated:

যাঁরা দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্ন পেতে চাইছেন, তাঁদের জন্য এটা আদর্শ। তাই দেখে নেওয়া যাক, পোস্ট অফিসের কয়েকটি স্মল সেভিংস স্কিমের বিষয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিগত কয়েক দিনে ভারতীয় শেয়ার বাজারে চরম অস্থির প্রবণতা দেখা গিয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ ইক্যুইটি মার্কেটে টাকা রাখা নিয়ে উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। যার ফলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা রাখার ক্ষেত্রে অধিকাংশ মানুষ পোস্ট অফিসের উপরেই ভরসা রাখছেন। কারণ পোস্ট অফিস স্মল সেভিংস স্কিম বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে। যাঁরা দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্ন পেতে চাইছেন, তাঁদের জন্য এটা আদর্শ। তাই দেখে নেওয়া যাক, পোস্ট অফিসের কয়েকটি স্মল সেভিংস স্কিমের বিষয়ে।
advertisement

তিন স্কিম দিচ্ছে উচ্চ রিটার্ন:

এই ধরনের তিনটি নির্দিষ্ট স্কিম আছে, যা নিশ্চিত রূপে উচ্চ রিটার্ন প্রদান করে। এগুলি হল - পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (পিওটিডি) এবং পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)।

আরও পড়ুন: SBI vs Post Office Term Deposit - কোনটায় কেমন সুদের হার? কোথায় বিনিয়োগ করলে লাভ

advertisement

ফিক্সড ডিপোজিট ছাড়াও এই সমস্ত স্কিমের লক-ইন পিরিয়ড ৫ বছর। এই স্কিমে বিনিয়োগ খুবই নিরাপদ। কারণ এই সুবিধা কেন্দ্রীয় সরকারই প্রদান করে থাকে। ফলে বিনিয়োগকারীরা নিশ্চিত হারে রিটার্নও পেয়ে যান। এখানেই শেষ নয়, এই স্কিমের মধ্যে দুটির ক্ষেত্রে আবার ট্যাক্স ডিডাকশনের অতিরিক্ত সুবিধাও মেলে।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট:

যাঁরা পাঁচ বছরের নিশ্চিত রিটার্নের বিকল্প খুঁজছেন, তাঁদের জন্য এটা আদর্শ। যে কোনও পরিমাণ অর্থ এমনকী মাসিক মাত্র ১০০ টাকা দিয়েও এতে বিনিয়োগ করা যায়। ত্রৈমাসিক হিসেবে ৫.৮ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। আর বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই।

advertisement

আরও পড়ুন: শার্ক ট্যাংকের মঞ্চে বাজিমাত, ২ বাঙালির সাফল্য গর্বের, অনুপ্রাণিত হবেন আপনিও

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম:

এর লক-ইন পিরিয়ড ৫ বছর। এই স্কিমে ৫ বছরের মেয়াদে ৭ শতাংশ হারে দুর্দান্ত সুদ মেলে। সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা যায়। এখানে বিনিয়োগের কোনও উর্ধ্বসীমাও নেই। লক-ইন মেয়াদ শেষ হওয়ার পরেই টাকা তোলা সম্ভব। কিন্তু মেয়াদপূর্তির আগেই টাকা তোলার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত থাকে। এই স্কিমে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়, তা আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ডিডাকশনের যোগ্য।

advertisement

পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট:

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এটা এক ধরনের এফডি স্কিম। এতে বিনিয়োগকারী ১, ২, ৩, ৪ অথবা ৫ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। নিজের ইচ্ছেমতো বিনিয়োগ করা যাবে। আর সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। এই এফডি স্কিমের ক্ষেত্রে ১, ২ এবং ৩ বছরের জন্য সুদের হার ৬.৬ শতাংশ। আর পাঁচ ৫ বছরের জন্য বিনিয়োগ করলে মিলবে ৭ শতাংশ সুদের হার। ফলে ভাল রিটার্নের জন্য এটা সেরা বিকল্প। আর ১৯৬১ আয়কর আইনের ৮০সি ধারার অধীনে আয়কর ছাড়েরও সুবিধা মিলবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: শেয়ার বাজারের অস্থিরতায় উদ্বিগ্ন? বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিস স্মল সেভিংস স্কিমে! মিলবে উচ্চ হারে রিটার্নও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল