মাত্র ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকা প্রিমিয়াম প্রদান করে একজন ব্যক্তি ১০ লক্ষ টাকার বিমা কভার পেতে পারেন। এই বিমা পলিসির ক্ষেত্রে প্রতি বছর বিমা রিনিউ করতে হবে এবং এর জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। দুর্ঘটনায় আহত হলে আইপিডি খরচের জন্য ৬০ হাজার টাকা এবং ওপিডির খরচের জন্য ৩০ হাজার টাকা দেওয়া হবে।
advertisement
বিমার সুবিধাগুলি কী কী?
ভারতীয় ডাক বিভাগ এবং টাটা এআইজি-র (Tata AIG) যৌথ পরিকল্পনায় এই অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসি চালু করা হয়েছে। এই বিমায় মোট ২টি প্ল্যান রয়েছে। একটিতে বার্ষিক ২৯৯ টাকা প্রিমিয়াম দিতে হবে এবং অন্য প্ল্যানে ৩৯৯ টাকা দিতে হবে। যদি একজন ব্যক্তি ২৯৯ টাকার একটি প্ল্যান বেছে নেন তাহলে তিনি ১০ লক্ষ টাকার বিমা কভার পাবেন। ওই ব্যক্তি যদি দুর্ঘটনার শিকার হন তাহলে এই পলিসির অধীনে তিনি হাসপাতালের খরচ পাবেন। হাসপাতালে চিকিৎসার সময় আইপিডি খরচ ৬০ হাজার টাকা পর্যন্ত এবং ওপিডি ক্লেম ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
আরও পড়ুন: রইল ই-নমিনেশন দাখিল করার সহজ উপায়, জানুন
মৃত্যুতে ১০ লক্ষ টাকা
দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি দুর্ঘটনায় ব্যক্তি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যান, তবে সেক্ষেত্রেও তাঁকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। আংশিকভাবে অক্ষম হলেও ১০ লক্ষ টাকার ক্লেম করা যাবে। গ্রাহকের মৃত্যুতে তাঁর পরিবার শেষকৃত্যের জন্য ৫ হাজার টাকা পাবেন। যদি গ্রাহকের পরিবার অন্য শহরে থাকে তবে তার যাতায়াতের খরচও দেওয়া হবে। ৩৯৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে উপরোক্ত সমস্ত সুবিধাগুলির পাশাপাশি ২ জন সন্তানের খরচের জন্য পরিবার ১ লক্ষ টাকা অনুদান পাবে।