বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি ও পিএলআই স্কিমে আরও কঠোর কেন্দ্র, ১ সেপ্টেম্বর থেকে লাগু নতুন নিয়ম

Last Updated:

সরকার গ্রাহকদের সুরক্ষা এবং ই-বাহনগুলির ত্রুটি মেরামতের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে।

বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি এবং পিএলআই স্কিমের ক্ষেত্রে আগের থেকে নিয়ম আরও কঠোর করল কেন্দ্রীয় সরকার। প্রকৃতপক্ষে, এখন পর্যন্ত কোম্পানিগুলি এআরআই বা আইটিআর-এ ই-বাহন পরীক্ষা করে আসছে। কোম্পানিগুলো ই-যানবাহনে ভর্তুকি নিচ্ছে যন্ত্রাংশের উৎস উল্লেখ করে এবং পরীক্ষা করে। সম্প্রতি বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার অনেকগুলো ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে সরকার গ্রাহকদের সুরক্ষা এবং ই-বাহনগুলির ত্রুটি মেরামতের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে।
সরকারের আশঙ্কা, কোম্পানিগুলো সাধারণ মানের যন্ত্রাংশ বসিয়ে গাড়ি তৈরি করছে। সে জন্যই বৈদ্যুতিক গাড়িগুলোতে বারবার আগুন লাগার মতো ঘটনা ঘটছে। শুধু তাই নয়, কেন্দ্র মনে করছে পরীক্ষার জন্য পাঠানো গাড়িগুলিতে ভাল মানের যন্ত্রাংশ দেওয়া হয়। যাতে সার্টিফিকেট পেতে অসুবিধে না হয়। কিন্তু সাধারণ মানুষের ব্যবহারের জন্য বা বিক্রির জন্য যে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে তাতে অতি সাধারণ মানের যন্ত্রাংশ ব্যবহার করছে কোম্পানিগুলো। এই সব কিছু মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ভর্তুকি এবং পিএলআই প্রকল্পের নিয়ম কঠোর করছে।
advertisement
advertisement
নতুন নিয়মে কী লাভ হবে: সরকারের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ই-গাড়িতে ব্যবহৃত যন্ত্রাংশের উৎস সম্পর্কে কোম্পানিগুলিকে সম্পূর্ণ তথ্য দিতে হবে। সিএনবিসি টিভি ১৮-এর রিপোর্ট অনুযায়ী, এখন থেকে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংকে এফএএমই-২ এর সঙ্গে যুক্ত করতে হবে। এটা কেবল ই-যানগুলিকে আরও সুরক্ষিত করে তুলবে তাই নয়, স্থানীয় যন্ত্রাংশ নির্মাতাদের প্রচারেও সাহায্য করবে৷ এতে গাড়িতে উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার হবে এবং অগ্নিসংযোগের ঘটনা কমবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
advertisement
সিএ দ্বারা প্রত্যয়িত তথ্য: বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারকদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দ্বারা প্রত্যয়িত ই-বাহনগুলিতে ব্যবহৃত যন্ত্রাংশগুলির উৎস সংস্থার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হবে। এতে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার আটকানো যাবে। কোম্পানিগুলি ভাল মানের যন্ত্রাংশ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হবে। সিএনবিসি টিভি ১৮-এর রিপোর্ট অনুযায়ী, বৈদ্যুতিক যানবাহন সংক্রান্ত এই নতুন নিয়ম ২০২২-এর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি ও পিএলআই স্কিমে আরও কঠোর কেন্দ্র, ১ সেপ্টেম্বর থেকে লাগু নতুন নিয়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement