আরও পড়ুন: Alert! বুস্টার ডোজের নামে OTP চাইছে প্রতারকরা, দিলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছে, এবার জীবন প্রমান পত্র জমা দেওয়া আরও সহজ হয়ে গিয়েছে ৷ ভিডিও কলের মাধ্যমে সমস্ত কাগজ পত্র জমা করা যাবে ৷ এর জন্য ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: সাধারনের জন্য বড় ধাক্কা! বিপুল দাম বাড়তে চলেছে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের...
দ্বিতীয় বার বাড়ানো হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা
করোনা পরিস্থিতির জেরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷ এর আগে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু ফের সেটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷
আরও পড়ুন: মেয়ের উচ্চশিক্ষা-বিয়ে নিয়ে চিন্তায়? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন যে ভাবে!
জমা না করলেও মিলবে পেনশন -
সাধারনত প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ এর মধ্যে ব্যাঙ্ক বা পেনশন এজেন্সিতে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ কিন্তু মহামারির জেরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয় ৷ তবে সম্প্রতি ৩১ ডিসেম্বরের ডেডলাইন ফের বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ করা হয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, লাইফ সার্টিফিকেট জমা করতে না পারার জন্য কারোর পেনশন আটকানো হবে না ৷
ভিডিও কলে কী ভাবে জমা করবেন ডকুমেন্টস ?
- PNB এর ওয়েবসাইটে গিয়ে https://www.pnbindia.in/ লাইফ সার্টিফিকেট অপশন সিলেক্ট করতে হবে ৷
- এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷ আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷
- আধার নম্বর দিতে হবে ৷ আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি দিতে হবে ৷
- আপনি রেগুলার পেনশনভোগী হলে ভিডিও লাইফ সার্টিফিকেটের জন্য ‘Submit Request’ এ ক্লিক করতে হবে ৷
- ফ্যামিলি পেনশনের জন্য নিজের রোজগার ও বৈবাহিক স্থিতির বিবরণ দিতে হবে ৷ এবং ভিডিও লাইফ সার্টিফিকেটের জন্য ‘Submit Request’ এ ক্লিক করতে হবে ৷
- এরপর ভিডিও জীবন প্রমান পত্রের জন্যে আপনার অনুরোধ সাবমিট হয়ে যাবে ৷