রেজিস্ট্রেশন করানোর জন্য কৃষকদের কাছে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত সময় রয়েছে ৷ ৩১ অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করিয়ে থাকলে ৪০০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে ৷ আপনি আবেদন করলে এবং সেটি গ্রহণ করা হলে নভেম্বরে ২০০০ টাকা এবং ডিসেম্বরে ২০০০ টাকা মিলবে ৷ এই ভাবে ৪০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ৷
advertisement
এখনও পর্যন্ত ১২ কোটি কৃষক সুবিধা পেয়েছেন
পিএম কিষান যোজনায় বছরে ৬০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ৩টি কিস্তিতে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে ৷ যোজনা থেকে এখনও পর্যন্ত ১২ কোটি ছোট ও মাঝারি কৃষকরা লাভবান হয়েছেন ৷ এই যোজনায় এখনও পর্যন্ত ১.৬০ লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে ৷ এবার যোজনার সুবিধাভোগীদের জন্য নতুন অ্যাপও লঞ্চ করতে চলেছে সরকার ৷ পিএম কিষান যোজনায় কেবল সেই কৃষকরা সুবিধা পাবেন যাঁদের কাছে ২ হেক্টর অর্থাৎ ৫ একর চাষ যোগ্য জমি রয়েছে ৷ কোনও কৃষক আইটিআইর ফাইল করলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না ৷
বাড়িতে বসেই করে নিন রেজিস্ট্রেশন
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
- অ্যাপ ওপেন করে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
- রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড দিতে হবে
- ফর্ম ফিলআপের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই পিএম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে
- কোনও রকমের প্রশ্ন থাকলে পিএম কিষান হেল্পলাইন নম্বর 155261 / 011-24300606 ব্যবহার করতে পারবেন