সরকার এই যোজনার পুরনো ব্যবস্থায় বেশ কিছু বদল করেছে ৷ এখন এই যোজনার লাভ কেবল সেই কৃষকরা পাবেন যাঁদের নামে চাষ যোগ্য জমি রয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, পৈতৃক জমিতে অংশীদারিত্ব থাকলেও এই যোজনার সুবিধা পাওয়া মিলবে না ৷ আপনার নামে কৃষি যোগ্য জমি থাকলে শীঘ্রই এই কাজ করে নিন না হলে আটকে যাবে আগামী কিস্তির টাকা ৷
advertisement
আরও পড়ুন: স্পেশ্যাল ফেস্টিভ অফার! Big Bazaar- এ কেনাকাটি করলে মিলবে সোনা-রুপোর কয়েন; রয়েছে আরও আকর্ষণীয় ছাড়
জমা দিতে হবে এই জরুরি তথ্য
২০১৯ সালে শুরু হওয়া এই যোজনায় (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) বেশ কিছু সময় ধরে একাধির গড়মিলের অভিযোগ পাওয়া গিয়েছে ৷ এর জেরে সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এই যোজনায় যাঁরা নতুন করে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন তাঁদের ফর্মে জমির প্লট নম্বর দিতে হবে ৷ যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের উপর এই নিয়ম লাগু করা হবে না ৷
কারা পাবেন এই যোজনার সুবিধা?
পিএম কিষান সম্মান নিধির যোজনার (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর বা ৫ একর কৃষি যোগ্য জমি রয়েছে ৷ কোনও কৃষক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে এই সুবিধা পাবেন না ৷
নেট ইন্টারেস্ট ইনকাম বাড়ল ০.৬%, লাভ ও ক্ষতি মিলিয়েই বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল
কখন আসে কিস্তির টাকা
প্রত্যেক আর্থি বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
আরও পড়ুন- সোনা ও হিরের গয়নায় দারুণ ছাড়, ধনতেরাসের শুভক্ষণে দেরি না করে কিনে ফেলুন
এই ভুলের জন্য আটকে যায় টাকা
অনেক সময়ই দেখা গিয়েছে সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলেও সেটি ক্রেডিট হয় না ৷ দেখা গিয়েছে, ভুল আধার ও অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জন্য টাকা আটকে যায় ৷