যোজনার সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কৃষকদের ভেরিফিকেশন চলছে এবং একাধিক জেলায় কৃষি বিভাগ ১৪ এপ্রিল পর্যন্ত ডেটা লক করে দেবে ৷ যে কৃষকেদর সমস্ত ডকুমেন্ট ও ই-কেওয়াইসি-র প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে ১৫ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে ৷ আধিকারিক আরও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ হওয়া পর্যন্ত একাধিক কৃষকদের অ্যাকাউন্টে যোজনার ১১তম কিস্তির টাকা ক্রেডিট হয়ে যাবে ৷
advertisement
আরও পড়ুন: পিএম কিষান যোজনা নিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট, জানালেন এই বিশেষ তথ্য...
প্রধানমন্ত্রী জানালেন এই তথ্য -
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিন আগেই রবিবার কিষান সম্মান নিধি যোজনাকে নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন ৷ ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই যোজনায় দেশের প্রায় ১২.৫৩ কোটি কৃষকের নাম নথিভুক্ত রয়েছে ৷ এখনও পর্যন্ত ১১.৩০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১.৮২ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ ২০১৮ সালে শুরু হওয়া এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷
আরও পড়ুন: এই ৫ স্টার রেটিং প্রাপ্ত লিকুইড ফান্ডে টাকা রাখলে ২বছরে মিলবে ৭.৩৯ শতাংশ রিটার্ন
জানা গিয়েছে, ১১ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফারের কাজ শেষ পর্যায়ে চলছে ৷ কৃষকদের তরফে জমা ডকুমেন্টের ভেরিফিকেশন চলছে ৷
আরও পড়ুন: সোনা বনাম রিয়েল এস্টেট, কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন মিলবে?
কৃষকদের স্টেটাসে এখনও দেখায় যাচ্ছে ওয়েটিং
যোজনার পোর্টালে কৃষকরা তাদের স্টেটাস চেক করা শুরু করে দিয়েছে ৷ আপনিও স্টেটাস চেক করতে গিয়ে Waiting for approval by state লেখা থাকলে বুঝতে হবে রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি ৷ রাজ্য সরকারের তরফে ভেরিফিকেশন প্রসেস পুরো হতেই কেন্দ্রের তরফে অনুমতি দেওয়া হবে এবং টাকা ট্রান্সফার শুরু হয়ে যাবে ৷