আরও পড়ুন: #Budget2019Live: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল
এদিনের বাজেটে রেলের বাজেটের দিকেও সকলের নজর ছিল ৷ পরিকাঠামো উন্নয়নে ৬৪,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
পীযূষ গয়াল জানিয়েছেন, গত বারের তুলনায় এবার রেলের জন্য অতিরিক্ত বাজেট দেওয়া হয়েছিল ৷ ট্রেন ১৮, ওয়াইফাই, রেল ব্রিজ একাধিক ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে ৷ অনুমান করা হয়েছিল যে ট্রেনের স্পিড, যাত্রীদের সুরক্ষা সংক্রান্ত বড় ঘোষণা করতে পারে সরকার ৷ তবে এরকম কিছুই হয়নি ৷
advertisement
আরও পড়ুন: Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের
তবে যে ঘোষণাগুলি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অরুণাচল প্রদেশকে এই প্রথমবার যুক্ত করা হয়েছে রেল মানচিত্রে ৷ পাশাপাশি এদিন গয়াল জানান, রক্ষীবিহীন রেলগেট নেই ৷ সব লেভেল ক্রসিংয়ে রক্ষী রয়েছে ৷ রেলের অপারেটিং রেশিও কমেছে ৷ দেশের সব প্রান্তে রেল পরিষেবা ৷ রেলে বরাদ্দ ৬৪ হাজার কোটি টাকা ৷
অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন১৮-এর সূচনা করেছে রেল।