TRENDING:

#Budget2019: প্রথমবার উত্তর-পূর্ব রেল মানচিত্রে যুক্ত হচ্ছে অরুণাচল: পীযূষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অন্তর্বর্তী বাজেটে বড় চমক মোদি সরকারের। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা। ৮০সি ধারায় আরও দেড় লক্ষ টাকা ছাড়। পেনশন গ্রহীতাদের কর দিতে হবে না। ব্যাঙ্ক আমানতে সুদে ৪০ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত। এতদিন ১০ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত ছিল।
advertisement

আরও পড়ুন: #Budget2019Live: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল

এদিনের বাজেটে রেলের বাজেটের দিকেও সকলের নজর ছিল ৷ পরিকাঠামো উন্নয়নে ৬৪,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

পীযূষ গয়াল জানিয়েছেন, গত বারের তুলনায় এবার রেলের জন্য অতিরিক্ত বাজেট দেওয়া হয়েছিল ৷ ট্রেন ১৮, ওয়াইফাই, রেল ব্রিজ একাধিক ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে ৷ অনুমান করা হয়েছিল যে ট্রেনের স্পিড, যাত্রীদের সুরক্ষা সংক্রান্ত বড় ঘোষণা করতে পারে সরকার ৷ তবে এরকম কিছুই হয়নি ৷

advertisement

আরও পড়ুন: Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের

তবে যে ঘোষণাগুলি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অরুণাচল প্রদেশকে এই প্রথমবার যুক্ত করা হয়েছে রেল মানচিত্রে ৷ পাশাপাশি এদিন গয়াল জানান, রক্ষীবিহীন রেলগেট নেই ৷ সব লেভেল ক্রসিংয়ে রক্ষী রয়েছে ৷ রেলের অপারেটিং রেশিও কমেছে ৷ দেশের সব প্রান্তে রেল পরিষেবা ৷ রেলে বরাদ্দ ৬৪ হাজার কোটি টাকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন১৮-এর সূচনা করেছে রেল।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#Budget2019: প্রথমবার উত্তর-পূর্ব রেল মানচিত্রে যুক্ত হচ্ছে অরুণাচল: পীযূষ