Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের

Last Updated:

৮০সি ধারাতেও করছাড় দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল৷ অর্থাত্‍‌ পিএফ ও হোম লোনে আয়করে ছাড় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে৷

#নয়াদিল্লি: আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল৷ ভোটের আগে আক্ষরিক অর্থেই জনমোহিনী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের এই বড় ঘোষণায় ৩ কোটি মানুষ আর্থিক ভাবে উপকৃত হবেন৷ অন্যান্য ছাড়ও বজায় থাকছে৷
এ দিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানালেন, ১ কোটির বেশি মানুষ নোটবন্দির পর কর দিয়েছেন৷ তাই করদাতাদের ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী জানান, ৮০সি ধারাতেও করছাড় দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল৷ অর্থাত্‍‌ পিএফ ও হোম লোনে আয়করে ছাড় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে৷
advertisement
২০১৮ সালের বাজেটে কর কাঠামোয় কোনও পরিবর্তন ঘোষণা করেননি অর্থমন্ত্রী৷ আয়করের স্তরে কোনও পরিবর্তন ঘোষণা করেননি৷ কিছু সেস কমিয়েছিলেন, যা পরোক্ষ ভাবে আয়করে প্রভাব ফেলে৷ বর্তমানে ৬০ বছরের নীচে বয়সি নাগরিকদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত৷ আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হয়৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে (৬০ বছরের ঊর্ধ্বে) এই স্তরে করছাড় রয়েছে৷
advertisement
advertisement
৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়কর৷ ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের কর নেই৷ ৬০ বছরের নীচের বয়সি নাগরিকদের আয় যদি ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হয়, তা হলে ২০ শতাংশ আয়কর৷ এই স্তরে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদেরও ২০ শতাংশ আয়কর৷ ১০ লক্ষের বেশি বার্ষিক আয়ে আয়কর ৩০ শতাংশ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement