Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের
Last Updated:
৮০সি ধারাতেও করছাড় দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল৷ অর্থাত্ পিএফ ও হোম লোনে আয়করে ছাড় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে৷
#নয়াদিল্লি: আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল৷ ভোটের আগে আক্ষরিক অর্থেই জনমোহিনী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের এই বড় ঘোষণায় ৩ কোটি মানুষ আর্থিক ভাবে উপকৃত হবেন৷ অন্যান্য ছাড়ও বজায় থাকছে৷
এ দিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানালেন, ১ কোটির বেশি মানুষ নোটবন্দির পর কর দিয়েছেন৷ তাই করদাতাদের ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী জানান, ৮০সি ধারাতেও করছাড় দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল৷ অর্থাত্ পিএফ ও হোম লোনে আয়করে ছাড় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে৷
advertisement
২০১৮ সালের বাজেটে কর কাঠামোয় কোনও পরিবর্তন ঘোষণা করেননি অর্থমন্ত্রী৷ আয়করের স্তরে কোনও পরিবর্তন ঘোষণা করেননি৷ কিছু সেস কমিয়েছিলেন, যা পরোক্ষ ভাবে আয়করে প্রভাব ফেলে৷ বর্তমানে ৬০ বছরের নীচে বয়সি নাগরিকদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত৷ আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হয়৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে (৬০ বছরের ঊর্ধ্বে) এই স্তরে করছাড় রয়েছে৷
advertisement
advertisement
৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়কর৷ ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের কর নেই৷ ৬০ বছরের নীচের বয়সি নাগরিকদের আয় যদি ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হয়, তা হলে ২০ শতাংশ আয়কর৷ এই স্তরে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদেরও ২০ শতাংশ আয়কর৷ ১০ লক্ষের বেশি বার্ষিক আয়ে আয়কর ৩০ শতাংশ৷
Location :
First Published :
February 01, 2019 12:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2019: মধ্যবিত্তের জন্য সুখবর, ট্যাক্সে বিপুল ছাড় মোদি সরকারের