তবে দেশের বাজারে ছবিটা একটু অন্যরকম৷ উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে বেশ কিছু রাজ্যে খানিকটা বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম৷ যদিও দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই অর্থাৎ দেশের চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দামে কোনও বদল আসেনি৷
আরও পড়ুন: বয়স্কদের জন্য রেলে ছাড় কি ফিরবে? বাজেট ঘোষণার দিকে চেয়ে আমজনতা
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: মহিলারা সহজেই শুরু করতে পারেন এই সব ব্যবসা! খুলে যাবে দুর্দান্ত উপার্জনের পথ!
তবে দেশের বেশ কিছু শহরে পেট্রোল ডিজেলের দামে সামান্য বদল এনেছে সরকারি তেল সংস্থাগুলি৷
বিহারের রাজধানী পটনাতে আজ পেট্রোল ৩ পয়সা বেড়ে ১০৭.৬২ টাকা হয়েছে, সঙ্গে ডিজেলও ৩ পয়সা বেড়ে ৯৪.৩৯ টাকা প্রতি লিটার হয়েছে ৷ অন্যদিকে আবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোল ১৩ পয়সা বেড়ে ৯৬.৫৭ টাকা হয়েছে, এবং ডিজেলের দাম ১২ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৯.৭৬ টাকা হয়েছে৷
যে যে শহরে আজ বদলেছে জ্বালানি তেলের দাম তা দেখে নেওয়া যাক
নয়ডা-পেট্রোল ৯৬.৬০ টাকা ডিজেল ৮৯.৭৭ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৬২ টাকা ডিজেল ৯৪.৩৯ টাকা