আরও পড়ুন: প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার
সরকারী তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী, সোমবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৭ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকাতে পৌঁছেছে এবং ডিজেল ২৬ পয়সা কমে ৮৯.৮২ টাকা লিটারে পৌঁছেছে। গাজিয়াবাদেও বদল এসেছে জ্বালানি তেলের দামে৷ এখানে পেট্রোল ৩২ পয়সা বেড়েছে এবং প্রতি লিটার ৯৬.৫৮ টাকা হয়েছে, সঙ্গে ডিজেল ৩০ পয়সা বেড়ে ৮৯.৭৫ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম ৮৮ পয়সা কমে ১০৭.২৪ টাকায় বিক্রি হচ্ছে, এবং ডিজেলের দাম ৮২ পয়সা কমে হয়েছে ৯৪.০৪ টাকা প্রতি লিটার৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: পাসবুক অতীত, এখন দেখাতে হবে মুখ-চোখ! ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য আসছে নতুন নিয়ম
দেশের অন্যান্য শহরে আজ তেলের দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৭৫টাকা
পটনা-পেট্রোল ১০৭.২৪ টাকা ডিজেল ৯৪.০৪ টাকা
বিশ্বের বাজারে ক্রমশ বাড়তে থাকা তেলের দামে চিন্তার ভাঁজ পড়ছে আম জনতার কপালে ৷ যদিও কলকাতা সহ চার প্রধান শহরে তেলের দাম বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল পর্যায়ে আছে৷