আরও পড়ুন: পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কেন বাড়ানো হবে এলপিজি সিলিন্ডারের দাম ?
দামের থেকে কম টাকায় এলপিজি সিলিন্ডার বিক্রি করার জেরে যে লোকসান হচ্ছে তা প্রায় প্রতি সিলিন্ডারে ১০০ টাকা হয়ে গিয়েছে ৷ এর জেরে সিলিন্ডারের দাম বৃদ্ধি করা যেতে পারে ৷ রান্নার গ্যাসের দাম সরকারের অনুমতি পাওয়ার পরই বাড়ানো হবে ৷
advertisement
কী দামে পাওয়া যাচ্ছে এলপিজি সিলিন্ডার ?
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮৫.৪২ ডলার প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছে ৷ সৌদি আরবে এলপিজির দাম চলতি মাসে ৬০ শতাংশ বেড়ে ৮০০ ডলার প্রতি টন হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: সাধারনের জন্য বড় ধাক্কা! ১২০ টাকা পেরোল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল....
দিল্লি ও মুম্বইয়ে বর্তমানে রান্নার গ্যাসের দাম ৮৯৯.৫০ টাকা ৷ কলকাতায় ৯২৬ টাকায় বিক্রি হচ্ছে গ্যাস ৷ দেশের প্রায় সমস্ত শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ করোনার জেরে আর্থিক অস্বচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকেই এই পরিস্থিতিতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ তার উপর একদিকে পেট্রোল ও ডিজেল অন্যদিকে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷
আরও পড়ুন: Union Bank-এর ফেস্টিভ ধামাকা! সবচেয়ে সস্তায় মিলবে হোম লোন....