TRENDING:

Petrol-Diesel Prices Today: আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন

Last Updated:

Petrol And Diesel Price Today September 6, 2021: আজ, সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম ৷ তার উপরেই প্রতিদিন কত দাম হবে, তা ঠিক করা হয় ৷ গত কয়েক মাসে যে হারে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, তাতে স্বভাবতই সাধারণ মানুষের মাথায় চিন্তার হাত ৷ দেশের অধিকাংশ শহরেই ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম ৷ দাম বেড়েছে ডিজেলেরও ৷ পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ এই ভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ ৷ তাই কয়েক পয়সা করে হলেও দাম কিছুটা কমায় স্বস্তিতে দেশবাসী ৷
advertisement

রবিবার সরকারি তেল সংস্থাগুলির তরফে প্রতি লিটারে প্রায় ১৫ পয়সা দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) ৷ অন্যদিকে, ডিজেলের দামও লিটার প্রতি লিটারে ১০-১৫ পয়সা কমানো হয়েছে ৷ আজ, সোমবার নতুন করে দাম কমানো না হলেও দাম বাড়ানোও হয়নি ৷ অর্থাৎ একই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম ৷ IOCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷

advertisement

আরও পড়ুন- করোনা বিতর্ক, শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ !

পেট্রোল-ডিজেলের দাম আজ ৬ সেপ্টেম্বর কোথায় কত ? (Petrol-Diesel Price on 6th September 2021)

1, দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷

2. মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৬.১৯ টাকা প্রতি লিটার ৷

advertisement

3. চেন্নাইতে পেট্রোলের দাম ৯৮.৯৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৩.২৬ টাকা প্রতি লিটার ৷

4. কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯১.৮৪ টাকা প্রতি লিটার ৷

5. নয়ডায় পেট্রোলের দাম ৯৮.৫২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৯.২১ টাকা প্রতি লিটার ৷

advertisement

6. জয়পুরে পেট্রোলের দাম ১০৮.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৭৬ টাকা প্রতি লিটার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

7. ভোপালে পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৪৩ টাকা প্রতি লিটার ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Prices Today: আজ কোথায় কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল